বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, 'শক্তি'
প্রকল্প চালু করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু, ১০ জুন: বিপুল জনাদেশে পেয়ে কর্ণাটকে বিজেপির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। সদ্য সমাপ্ত কর্ণাটকের বিধানসভা নির্বাচনে পাঁচ প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস শিবির। যার মধ্যে একে একে সবকটি পূরণের পথে হাঁটছে সিদ্ধারামাইয়ার সরকার। আগামিকাল রবিবার, থেকে কর্ণাটকে চালু হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কংগ্রেসের তরফে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'শক্তি'। জানা গিয়েছে, আগামিকাল, প্রত্যেক বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্র থেকে ও মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এই বাস পরিষেবা চালু করবেন। যার মধ্যে একটিতে থাকবেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি কনডাক্টরের মতো বাসের টিকিট মহিলাদের হাতে তুলে দেবেন বলেও জানা গিয়েছে। কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল মহিলা যাত্রীদের সুবিধার জন্য এই 'শক্তি' প্রকল্প চালু করা হবে। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য চাপে রয়েছে আম আদমি। তাই মহিলাদের ক্ষেত্রে এই বিশেষ পরিষেবা চালু করে কিছুটা রেহাই দিতে চায় কংগ্রেস সরকার। এর ফলে কর্ণাটক সরকারের বিপুল অর্থ ব্যয় হবে বলে জানা গিয়েছে। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের হারের অন্যতম কারণ ছিল কংগ্রেসের দেওয়া এই পাঁচ প্রতিশ্রুতি। হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে এমনই তথ্য উঠে এসেছে বিজেপি নেতৃত্বদের কাছে।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ