দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

নতুন আয়কর কাঠামোয় বাড়তি ছাড়
এনপিএসের ক্ষোভ মেটাতে
কমিটি গঠন মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ভোটবিদ্রোহের আশঙ্কায় মোদি সরকার কেন্দ্রীয় কর্মীদের উপহার দিতে মরিয়া। ন্যাশনাল পেনশন স্কিমের (এনপিএস) বড়সড় পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। লোকসভায় বিনা আলোচনায় বাজেট পাশ করানোর পর এবার শুক্রবার অর্থবিলও পাশ করানো হয়েছে। অর্থবিল পেশ ও পাশ হওয়ার সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কেন্দ্রীয় কর্মীদের পেনশন ব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে একটি কমিটি। ওই কমিটির প্রধান হবেন অর্থসচিব। কমিটি খতিয়ে দেখবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করা দরকার। সরকারের আর্থিক ক্ষমতা অনুযায়ী সবদিক পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সাধারণ মানুষের আর্থিক ক্ষতি যাতে না হয়, সেটা দেখা আমাদের কর্তব্য। তাই পেনশন ব্যবস্থার সংস্কার করা হবে।
২০২৪ সালের লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই ন্যাশনাল পেনশন প্রকল্প নিয়ে দেশজুড়ে ক্ষোভের আঁচ বাড়তে দেখে কেন্দ্রীয় সরকার যথেষ্ট আতঙ্কিত। আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিরোধীরা। যে সব রাজ্যে এনপিএস চলছে সেখানে কমবেশি সর্বত্রই ক্ষোভের সঞ্চার হয়েছে। পাঞ্জাব, ছত্তিশগড়, হিমাচলের মতো বিরোধী রাজ্যগুলি এনপিএস বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থায় ফিরে যাচ্ছে। ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মীদের সিংহভাগ যদি এই ইস্যুতে মোদি সরকারের উপর ক্ষুব্ধ হন, তাহলে বিপদে পড়তে হবে। এই আশঙ্কা মাথায় নিয়েই তড়িঘড়ি কমিটি গঠনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এদিনের অর্থবিলে আরও কিছুটা সুবিধা পাবেন সাধারণ করদাতারা। সেই মতোই বিলে সংশোধনী আনা হয়েছে। কী সেই সুবিধা? সরকারের নতুন কর কাঠামো অনুসারে, যদি কেউ সাত লক্ষ টাকা রোজগার করেন, তাহলে তাঁকে কর দিতে হবে না। কিন্তু যদি কেউ ৭ লক্ষ ১০০ টাকা রোজগার করেন, তাহলে তাঁকে ২৫ হাজার ১০ টাকা কর দিতে হবে। কারণ আয়করের হিসেব হবে পুরো রোজগারের উপর। অর্থাৎ ছাড়ের সীমার বাইরে মাত্র ১০০ টাকা রোজগারের জন্য গুনতে হবে বিরাট অঙ্কের আয়কর। সরকার এখানেই সামান্য ছাড় দিয়েছে। সংশোধনী অনুসারে কেউ যদি ৭ লক্ষ ১০০ টাকা রোজগার করেন, তাহলে তিনি মাত্র ১০০ টাকা কর দেবেন, ২৫ হাজার ১০ টাকা নয়। বিশেষজ্ঞরা বলছেন, সেই হিসেব মতো কোনও ব্যক্তি যদি বছরে ৭ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা পর্যন্ত রোজগার করেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন। তার উপর রোজগারে অবশ্য কোনও বাড়তি সুবিধা পবেন না সংশ্লিষ্ট ব্যক্তি।
এছাড়াও, অর্থ বিলে বলা হয়েছে, ডেট মিউচুয়াল ফান্ড থাকলে, করদাতাকে আগামী ১ এপ্রিল থেকে স্বল্প মেয়াদি মূলধনী লাভ হিসেবে আয়কর মেটাতে হবে।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা