কলকাতা

‘কুনজর’ এড়াতে দোকান-বাড়িতে রেডিমেড ব্যবস্থা! দেদার বিক্রি সুতোয় বাঁধা প্লাস্টিকের লেবু-লঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখন নাকি রেডিমেডের যুগ! বাজারে এমন বহু সামগ্রী পাওয়া যায়, যা কিনে আনার পরই ব্যবহার শুরু করে দেওয়া যায়। আলাদা করে কোনও কসরৎ করতে হয় না। এমন সময়ে দাঁড়িয়ে প্রচলিত রীতি বা বিশ্বাস পালনের ক্ষেত্রেও যে ‘রেডিমেড’ সুবিধা মিলবে, তা আর আশ্চর্য কী! ‘অশুভ দৃষ্টি’ দূরে রাখতে ব্যবসায়ীরা অনেকে দোকানের সামনে সুতোয় বাঁধা পাতিলেবু, কাঁচালঙ্কা ঝুলিয়ে রাখেন। শহরাঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম—সর্বত্রই কমবেশি দেখা যায় এই ছবি। তার বদলে এখন বাজারে দেদার বিকোচ্ছে প্লাস্টিকের লেবু-লঙ্কার সেট! কোনও ঝক্কি নেই। কিনে নিয়ে গিয়ে দোকানের সামনে ঝুলিয়ে দিলেই ‘কুনজর’ ধার মাড়াবে না! 
সুতোয় বাঁধা লেবু-লঙ্কার জায়গা কেন দখল করে নিচ্ছে প্লাস্টিকের সেট? একাধিক দোকানদার ও সেট বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, এর সুবিধা নানাবিধ। সাধারণত প্রতি শনিবার লেবু‑লঙ্কা দেবতাকে উৎসর্গ করে ঝুলিয়ে দেন ব্যবসায়ীরা। এর জন্য লেবু, লঙ্কা বাবদ নিয়মিত কিছু টাকা খরচ করতে হয়। এখন সব্জির দাম যেরকম আকাশছোঁয়া, তাতে খরচ আরও বেশি। তাছাড়া, প্রতি সপ্তাহে এসব জোগাড় করে সুতোয় বেঁধে ঝোলানোর ঝক্কিও অনেক। সেই জায়গায় প্লাস্টিকের এই সেট একবার সাবানজলে ধুয়ে নিলেই নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে।
তিনটি লেবু ও কাঁচালঙ্কার প্লাস্টিকের সেট বড়বাজারে বিকোচ্ছে ২৫‑৩০ টাকায়। আর্মেনিয়ান স্ট্রিট, ওল্ড চীনা বাজার স্ট্রিট, পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে ঘুরে দেখা গেল, দেদার বিক্রি হচ্ছে এই সেট। বিক্রেতা সমীরণ পাল, পল্টু সাহা, উমেশ সাউ, রমেশ আগরওয়ালদের বক্তব্য, ‘আম জনতা যা চাইবে, সেটাই আমাদের করতে হবে। খুচরো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবাই আসছেন লেবু‑লঙ্কার সেট কিনতে। চাহিদা ভালো বলে আমরাও দোকানে বেশি করে রাখছি। অমাবস্যা ও শনি‑মঙ্গলবারের আগে এগুলি বেশি বিক্রি হচ্ছে।’ 
মঙ্গলবার বর্ধমানের মেমারির স্বপন কাপাস আর্মেনিয়ান স্ট্রিটের একটি দোকান থেকে লেবু-লঙ্কার ৫০টি সেট কিনেছেন। তিনি বললেন, ‘আমাদের এলাকায় কোনও ছোটোখাট মেলা বসলেই এই সেটগুলো নিয়ে বসে যাই। ভালোই বিক্রি হয়। প্রতি সপ্তাহে আসা সম্ভব নয় বলে একবারে একটু বেশি করে কিনে নিয়ে গেলাম।’ নদীয়ার মাজদিয়ার ব্যবসায়ী অঞ্জন সামন্ত বলেন, ‘বড়বাজারে এলেই এগুলো কিছু কিনে নিয়ে যাই। মন্দ বিক্রি হয় না।’ ওল্ড চীনা বাজার স্ট্রিটের একটি দোকান থেকে লেবু‑লঙ্কার সেট কিনছিলেন লেকটাউনের বাসিন্দা অনিতা গুঁই। তিনি বলেন, ‘আগেও কিনে নিয়ে গিয়েছিলাম প্লাস্টিকের লেবু‑লঙ্কা। সেটা নষ্ট হয়ে যাওয়ায় আবার কিনে নিয়ে যাচ্ছি।’ তবে নিন্দুকদের প্রশ্ন, সত্যিকারের লেবু-লঙ্কায় যে ফল মিলত, প্লাস্টিকের সেটের ক্ষেত্রে কি সেই ফল অপরিবর্তিত থাকবে? পাল্টা জবাব আসছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু!’
24d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা