দেশ

লোকসভা কক্ষ থেকে সেঙ্গল সরানোর দাবি সপা সাংসদের, বিতর্ক

নয়াদিল্লি: সেঙ্গল নিয়ে সরগরম সংসদ। নতুন সংসদভবনে লোকসভায় অধ্যক্ষর আসনের একেবারেই পাশেই রাখা এই পাঁচ ফুট লম্বা সোনায় মোড়া ‘রাজদণ্ড’। আর তা নিয়েই সরকারের সঙ্গে সংঘাত বাধল বিরোধীদের। গণতান্ত্রিক দেশের সংসদে রাজতন্ত্রের এই প্রতীকের প্রাসঙ্গিতা নিয়েই প্রশ্ন তুললেন বিরোধী সাংসদরা। পাল্টা বিজেপি  ভারতীয় সংস্কৃতির অবমাননার অভিযোগে সরব হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লার কাছে লেখা সমাজবাদী পার্টি (সপা) সাংসদ আর কে চৌধুরীর চিঠিই দু’পক্ষের বাগযুদ্ধ উস্কে দিয়েছে। মোহনলালগঞ্জের সাংসদ চিঠিতে লিখেছেন, ওখানে সেঙ্গল কেন? এর জায়গায় রাখা হোক দেশের সংবিধান। তাঁর দাবিকে সমর্থন করেছে কংগ্রেস ও আরজেডি সহ ইন্ডিয়ার শরিকদলগুলিও। 
নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় ওই সেঙ্গল বয়ে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চৌধুরী বলেছেন, ‘সংবিধান অনুমোদনের মাধ্যমে দেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আর সংবিধানই গণতান্ত্রিক ভারতের প্রতীক। আগের বিজেপি সরকার তা সংসদে অধ্যক্ষের চেয়ারের পাশে সেঙ্গল বসিয়েছিল। তামিল ভাষায় সেঙ্গল অর্থ রাজদণ্ড। রাজারাজড়ার যুগ খতম হয়ে গিয়েছে। আমরা এখন স্বাধীন। মানুষের ভোটে সরকার নির্বাচিত হয়। কাজেই রাজদণ্ড নয়, সংবিধানই সবার উপরে’। 
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বিরুদ্ধে সংবিধান বদলের চেষ্টার অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। লোকসভার অধিবেশনের শুরু থেকেও বিরোধীরা সংবিধান বাঁচানোর ডাক দিয়েছেন। সংবিধান হাতে নিয়েই শপথ নিয়েছেন ইন্ডিয়া জোটের সদস্যরা। এরইমধ্যে সেঙ্গল বিতর্ক সামনে এনে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াল। 
সপা প্রধান অখিলেশ যাদবের খোঁচা, বসানোর সময় সেঙ্গলের সামনে মাথা নত করেছিলেন মোদি। এবার শপথ নেওয়ার সময় তা করতে ভুলে গিয়েছেন। মনে হয়, আমাদের সাংসদ প্রধানমন্ত্রীকে সেকথা মনে করিয়ে দিয়েছেন। কংগ্রেস সাংসদ বি মনিকম ঠাকুর সপা সাংসদের বক্তব্যকে সমর্থন করেছেন। একই সুরে আরজেডি সাংসদ তথা লালুপ্রসাদ-কন্যা মিসা ভারতীও বলেছেন. এই দাবি একেবারেই সঠিক। অন্যদিকে, সপা সাংসদের দাবির তীব্র সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ওদের ভারতের ইতিহাস বা সংস্কৃতি নিয়ে কোনও ধারণাই নেই। তামিলনাড়ুর সংস্কৃতি নিয়ে ইন্ডিয়া শরিকদের কতটা অবজ্ঞা, তা এর মাধ্যমে ধরা পড়েছে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা