কলকাতা

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে চিহ্নিত হল ভাঙড় ডিভিশনে ২০ স্পর্শকাতর জায়গা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চাইছে লালবাজার। ভাঙড় ডিভিশনে মোট ২০টি স্পর্শকাতর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেইমতো ওই জায়গায় বাড়তি বাহিনীও মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সংশ্লিষ্ট এলাকায় পোস্টিং দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য-রাজনীতির শিরোনামে বহু দিন ধরেই রয়েছে ভাঙড়। ভোট এলেই বার বার রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের নানা এলাকা। মুড়িমুড়কির মতো ছোড়া হয় বোমা-গুলি। ২০২১ সালের বিধানসভা ভোট হোক বা ২০২২ সালের পঞ্চায়েত। ভাঙড় ঘিরে ভোট-সন্ত্রাসের হাড়হিম ছবি দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী। পরিস্থিতির বদল আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিসের মধ্যে ভাঙড় এলাকাকে যুক্ত করে মাস্টারস্ট্রোক দেন। এরপর থেকে কলকাতা পুলিসের দুঁদে কর্তারা ভাঙড়কে শান্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন । ভাঙড়ের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকেও লোকসভা ভোটের আগে পুলিস গ্রেপ্তারে করেছে। রাজনৈতিক মহলের মতে, এই গ্রেপ্তারের মধ্যে দিয়েই ভাঙড়ে সন্ত্রাসের মূল কারবারিদের কঠোর বার্তা দেওয়া হয়েছিল। ঘটনাক্রমে এবারের ভোটেও সেখানে বোমাবাজি ও মারপিটের ঘটনা ঘটেছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার সেই সন্ত্রাসের মাত্রা অনেকটাই কম বলে স্থানীয়দের দাবি। কিন্তু হিংসার পরিসংখ্যান কম বলে আত্মতুষ্টির জায়গা রাখতে চাইছে না লালবাজার। ভোট পরবর্তী হিংসার আগাম আঁচ পেয়েই আগেভাগে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। যেকোনও মূল্যে হিংসার ঘটনা রুখে দেওয়া এখন পুলিস কর্তাদের কাছে বড় চ্যালেঞ্জ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিসের আওতার মধ্যে মোট ১০টি ডিভিশন রয়েছে। তারমধ্যে খাস কলকাতার মধ্যে থাকা ৯টি ডিভিশনে ভোট পরবর্তী হিংসার সম্ভাবনা নেই বলে মনে করছেন পুলিসকর্তারা।  তা সত্ত্বেও প্রস্তুতিতে খামতি রাখা হচ্ছে না। এই ন’টি ডিভিশনের মধ্যে থাকা সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ছোট ঘটনাকেও নজরে রাখতে বলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে। তবে ভাঙড় ডিভিশনে ভোট পরবর্তী হিংসা রোখাকে বড় চ্যালেঞ্জ বলে মানছেন পুলিসকর্তারা। গত কয়েক দিনে যেভাবে সংঘর্ষ, বোমাবাজি ও বোমা উদ্ধার হচ্ছে তা নিয়ে ওয়াকিবহাল লালবাজার। ঝামেলা পাকাতে পারে এমন লোকেদের চিহ্নিত করে ইতিমধ্যেই নজরদারির কাজ শুরু হয়েছে। তাঁদের গতিবিধি আরও বেশি করে নজরে রাখতে স্পেশাল ব্রাঞ্চকেও মাঠে নামানো হয়েছে। মূলত ভাঙড় ও পোলেরহাট থানা এলাকার মোট ২০টি জায়গাকে ফোকাস করে সন্ত্রাস ঠেকানোর ব্লু-প্রিন্ট তৈরি  করেছে লালবাজার।
24d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা