উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
দিয়ার বেড়ে ওঠা কলকাতাতেই। তবে বিয়ের পর এখন তিনি মুম্বইনিবাসী। প্লেব্যাক, জিঙ্গল ও শো করে ভালোই চলছিল, হঠাৎ সিঙ্গলের ভূত মাথাচাড়া দিল কেন? তাঁর কথায়,‘প্লেব্যাক, কভার সং, শো এগুলো তো চলতেই থাকবে। কিন্তু, শিল্পী হিসেবে নিজস্ব আইডেন্টিটি থাকা দরকার। তার জন্য এই আধুনিক গান।’ মুম্বইতে দিদি মোনালির বাড়ির অদূরেই থাকেন বোন। দিদির সঙ্গে কী কোথাও চোরা প্রতিদ্বন্দ্বিতা কাজ করে? দিয়ার সহাস্য জবাব, ‘একদমই নয়। দুই বোনের সম্পর্ক যেমন হওয়ার আমাদেরটাও তেমনই।’ ‘হান্ড্রেড পার্সেন্ট লাভ’, ‘উড়োচিঠি’র মতো ছবিতে প্লেব্যাক করা শিল্পীকে এখন মুম্বইতে স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু, দিদি মোনালির থেকে এখনই সাহায্য নিতে চান না তিনি। তাঁর কথায়, ‘আগে নিজে চেষ্টা করে দেখি। না পারলে দিদি তো আছেই।’
শুভম বসু