উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
প্রযোজক ভূষণ কুমার দীর্ঘদিন ধরেই এই ছবির একটি সিক্যুয়েল করতে চাইছিলেন। শোনা যাচ্ছে, ফারহাদ সামজিকে সিক্যুয়েলের চিত্রনাট্য লেখা এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। প্রাথমিক কাজকর্ম মিটে গেলেই চরিত্র নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে। তবে এবারেও অক্ষয়কুমার থাকছেন কি না, এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
অক্ষয় ‘গুড নিউজ’ ছবির কাজ ইতিমধ্যেই শেষ করেছেন। এর পরে তিনি দক্ষিণের ছবি ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষ্মী বম্ব’-এর কাজ শুরু করতে চলেছেন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সামজি। তারপর অক্ষয়ের ঝোলায় রয়েছে রোহিত শেঠির ‘সূর্যবংশী’। ঘটনাচক্রে এই ছবির চিত্রনাট্যও সামজির লেখা।
নিজস্ব প্রতিনিধি