উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
শোনা যাচ্ছে ছবিটি মূলত কমেডি ঘরানার হতে চলেছে। আয়ুষ্মান কমেডিতে সিদ্ধহস্ত। অন্যদিকে ‘পিকু’তে বিগ বি থুরি ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কমেডি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই এই জুটির অভিনয় দেখার জন্য দর্শকদের বাড়তি প্রত্যাশা থাকবে। ছবিতে কোনও নায়িকা থাকবে কিনা সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। উত্তরপ্রদেশের বাসিন্দারা রূপক অর্থে ‘গুলাবো সিতাবো’ শব্দ দুটোর ব্যবহার করেন। সুজিতের কথায় ‘নামের মধ্যে মজা লুকিয়ে আছে যা ক্রমশ প্রকাশ্য।’ ছবি মুক্তি পাওয়ার কথা আগামী নভেম্বরে।