উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
এখানে যিশুর চরিত্রের নাম হল ধর্মা। ধর্মার জীবনের উদ্দেশ্য হল রাজনৈতিক নেতা হওয়া। মানুষের সাহায্যার্থে সে অনেক কিছুই করে। প্রতীক বব্বর এখানে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। শতাফ অভিনয় করছেন একজন জঙ্গির চরিত্রে। মুম্বই, দিল্লি এবং দেরাদুনে শ্যুটিং হয়েছে। পরবর্তী কাজের কথা বলতে গিয়ে যিশু বললেন, ‘নেটফ্লিক্সের জন্য একটা শো করেছি। ওটাও আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। মৈনাক ভৌমিকের সঙ্গে একটি ছবি নিয়েও কথা চলছে।’