উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
১৬ মার্চ ১৯৯৩। এর ঠিক চার দিন আগে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল বম্বে। আর মুম্বইয়ের সেই ভয়াবহ বিস্ফোরণের পর পরই কলকাতার বউবাজার অঞ্চলে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। সমগ্র কলকাতায় সাট্টার কারবারি রশিদ নিজের বাড়ি কাম ডেরার তলায় বোমা তৈরির প্রচুর মশলা মজুদ করেছিল। কী উদ্দেশ্যে, তা আজও অজানা। সেই মশলাতেই কোনওভাবে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৬৯ জন মানুষ প্রাণ হারান। আহত হন আরও বেশ কয়েকজন। কমপক্ষে তিনটি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়। গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত রশিদ খানসহ কয়েকজন। রশিদের হয়ে সাট্টার কারবার সামলাত তাঁর ভাগনে লালা। শোনা যায়, লালা পালিয়ে আশ্রয় নিয়েছে পাকিস্তানে। আদালতে টাডা আইনে দোষী সাব্যস্ত রশিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সুপ্রিম কোর্টে আবেদন করেও সেই সাজা মুকুব হয়নি। এখনও জেলেই রয়েছে কলকাতার সাট্টা সাম্রাজ্যের বেতাজ বাদশা। তবে এখন নাকি ছবি আঁকায় মন দিয়েছে সে। শোনা যাচ্ছে, এসবই উঠে আসবে এই ওয়েব সিরিজটিতে।
এই ওয়েব সিরিজটি পরিচালনা করার কথা সুরজিৎ চট্টোপাধ্যায়ের। এস কে মুভিজে দীর্ঘদিন ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনও তৈরি করেছেন। কিন্তু অন্য সকলের মতো তিনিও এখনই এই বিষয়ে বিস্তারিত বলতে নারাজ। তবে সাট্টা ডন রশিদ খানের জীবনের ছায়ায় এই ওয়েব সিরিজটি হচ্ছে কিনা জানতে চাইলে সুরজিৎবাবুর স্পষ্ট জবাব,‘এটা সম্পূর্ণ একটা কাল্পনিক গল্প। কোনও লোকের জীবনকাহিনীর সঙ্গে এই গল্পের মিল নেই। যদি কোনওরকম তথ্যের মিল থাকে তা নেহাতই কাকতালীয়।’ এই মুহূর্তে প্রি-প্রোডাকসন্সের কাজ চলছে। চিত্রনাট্য নিয়ে ঘষামাজা হচ্ছে। কারা কারা অভিনয় করছেন বা কোন প্ল্যাটফর্মে এটি দেখানো হবে সে সম্বন্ধে এখনই কিছু বলতে নারাজ সুরজিৎ।
তবে, অন্দরের খবর, কাস্টিংয়েও থাকছে নানা চমক। অনেকদিন পর আবার এই ওয়েব সিরজেই একসঙ্গে কাজ করেতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের পর এটাই দু’জনের একসঙ্গে কাজ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, রশিদের চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। ডনের তিন সহকারীর চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে শুভাশিস মুখোপাধ্যায়, দেবরঞ্জন নাগ আর শুভময় চট্টোপাধ্যায়কে। অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সুদীপ্তা চক্রবর্তী, লামাসহ টলিউডের অনেককেই। যেহেতু সিনেপাড়ায় ‘না আঁচালে বিশ্বাস নেই’ আর পুরোটাই একদম প্রাথমিক পর্যায় তাই এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না কেউই। ওয়েব সিরিজের কনটেন্ট হিসেবে রহস্য গল্প আর ক্রাইম থ্রিলারের কাটতি রয়েছে। এবার সেখানে বাস্তবের অপরাধ জগতের ছায়ায় তৈরি গল্প যে আগ্রহ সৃষ্টি করবে তাতে আর সন্দেহ কী!