উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
শ্রীমাকে এর আগে ‘জামাই রাজা’ ধারাবাহিকে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল। চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া। ভারতলক্ষ্মী স্টুডিওতে প্রথম দিনের শ্যুটিংয়ের ফাঁকে শ্রীমাকে ফোনে পাওয়া গেল। বলছিলেন, ‘গতবছর পুজোর আগে আমার কাছে অফারটা আসে। তখন ছবির শ্যুটিংয়ের ব্যস্ততায় সময় দিতে পারিনি। তাই আবার অফারটা আসায় না বলিনি।’ কালারস এর ‘নাগলীলা’ ধারাবাহিকের গঙ্গা চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। চরিত্রটার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি? ‘ছোট থেকেই বাবার মুখে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়ার গল্প শুনেছি। ধারাবাহিকের রিসার্চ টিমের থেকে আরও তথ্য জানতে পেরেছি’, বললেন ‘জামাইরাজা’র নীলাশা। সম্প্রতি ছবি (টেকো) এবং ওয়েব সিরিজে (কন্যাকুমারী) কাজ করেছেন শ্রীমা। তবুও নিজেকে কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চান না তিনি। ‘আমি কোনও ছুৎমার্গে বিশ্বাস করি না। আপাতত বিভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করাটাই আমার লক্ষ্য’, বললেন ‘গেম অব থ্রোনস’-এর অনুরাগী শ্রীমা।