শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
লক্ষ্মণ বলেন, বলিউডে বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করতে করতে নানা ধরনের শিক্ষা পেয়েছি। শাহরুখ খান আপাদমস্তক একজন জেন্টেলম্যান। ওঁর সঙ্গে আপনি কাজ করলে শিষ্টাচার ও সৌজন্যবোধের শিক্ষা পাবেন।’ শুধু বাদশা খানই নয়, বি-টাউনের শাহেনশাহর প্রংশসাও করেছেন ‘লুকা ছুপি’র পরিচালক। তিনি বলেন, ‘বচ্চন সাহেবের অভিজ্ঞতা ও পরিপক্বতা বারবার তাঁর কাজের মধ্যে ফুটে ওঠে। এই ধরনের গুণী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।’
নিজের পরিচালনায় প্রথম ছবিতে কার্তিক আরিয়ান ও কৃতী স্যাননকে কাস্ট করেছেন লক্ষ্মণ। মথুরার প্রেক্ষাপটে ছবির গল্প।
— সংবাদ সংস্থা