শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
এই ঘটনার পরেই আমরা দেখতে পাব দু’জন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কলেজ পড়ুয়া বোনকে। তারা জন্মগতভাবে যমজ হলেও, চরিত্রগতভাবে সম্পূর্ণ ভিন্ন! প্রাচী সম্পূর্ণভাবেই যেন মায়ের প্রতিরূপ। সরল, বাস্তববোধসম্পন্ন এবং সংবেদনশীল। অথচ রিয়া হল একজন সফল রকস্টারের বখে যাওয়া কন্যা। সে বেপরোয়া। তবে দুজনের প্রখর ব্যক্তিত্বের অধিকারী! কী হবে, যখন দু’জনে মুখোমুখি হবে? তাদের মিলিত হওয়া কি কোনওভাবে প্রজ্ঞা আর অভিকে ফের কাছাকাছি আনতে পারবে? এই উত্তর অবশ্য সময়ের গহ্বরেই রয়েছে।