নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার ভোর থেকে ঝড় ও বৃষ্টিতে হাওড়ার জনজীবনে ভালোই প্রভাব পড়েছে। এদিন সকাল থেকেই হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তার জন্য অফিস যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। এছাড়া হাওড়ার দাশনগর, রামরাজাতলা সহ বিভিন্ন এলাকায় রাস্তার মধ্যে গাছ ও হোর্ডিং পড়ে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরে পুরসভার কর্মীরা গিয়ে গাছ ও হোর্ডিং সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সারাদিন হাওড়ায় বৃষ্টি হলেও দুপুরের পর থেকে রোদ উঠতে শুরু করে। তবে বৃষ্টির পরিমাণ কম থাকায় কোথাও তেমন জল জমেনি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই কারণে বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমস্ত নিকাশি নর্দমা যাতে পরিষ্কার থাকে, সেদিকে নজর রাখতে অফিসারদের বলা হয়েছে।
প্রসঙ্গত, হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। এই সমস্যা মেটাতে গঙ্গার কাছে লকগেট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর জুন মাসে হাওড়া শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এসে এই কাজ করার জন্য তিনি সেচ দপ্তরকে নির্দেশ দেন। কিন্তু, তার কাজ এখনও শেষ হয়নি। আগামী বর্ষার আগে এই কাজ শেষ হবে কি না তা নিয়েও সেচ দপ্তরের কর্তারা কিছু জানাতে পারেননি। তবে পুরসভা জানিয়েছে, সোমবার কোথাও জল জমার খবর নেই। জেলার অন্যান্য জায়গাতেও জনজীবনে প্রভাব পড়লেও ব্যাপক ক্ষতি হয়নি।