শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
রবিবার বিজেপির সুরেই বিরোধীদের মহাজোটকে সুবিধাবাদী বলে কটাক্ষ করেছেন কমল হাসান। তাঁর মতে, লোকসভা ভোটে যদি বিরোধীদের মহাজোট হেরে গেলে বিরোধীর দলগুলি যারা জিতবে তাদের দলেই যোগ দেবে। একমাত্র তাঁদের দলই তামিলনাড়ুর মানুষের স্বার্থে কাজ করবে বলেও দাবি করেছেন তিনি। মহাজোটকে কটাক্ষ করলেও দেশের প্রধানমন্ত্রী বদল হওয়া প্রয়োজন বলেও সভায় মন্তব্য করেছেন এই দক্ষিণী অভিনেতা। তাঁর আক্রমণ থেকে বাদ যায়নি বিজেপিও। লোকসভা নির্বাচনে লড়ার জন্য মানুষের থেকে অনুদানও চেয়েছেন এমএনএম সুপ্রিমো।
এদিকে, জোট ঘোষণার আগে পিএমকে-র তরফ থেকে এআইএডিএমকের কাছে ১০টি দাবি পেশ করা হয়েছে বলেও দাবি করেছেন আনবুমানি রামদাস। সেখানে রাজীব গান্ধীর সাত হত্যাকারীর মুক্তির দাবিটিও রয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের জয়েন্ট কো-অর্ডিনেটর কে পালানিস্বামী অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও দাবি এই পিএমকে নেতার। উল্লেখ্য, গত ৮ বছর ধরে ডিএমকে বা এআইএডিএমকে কারওর সঙ্গেই জোট করেনি তাঁরা। আনবুমানির মতে, জয়ললিতার মৃত্যুর পর পরিস্থিতির বদল হয়েছে। পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্যই এই জোটের পক্ষে মত দিয়েছেন।