শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
বর্তমান সমাজে ধর্মের ভেদাভেদ আরও স্পষ্টতর। ‘শরতে আজ’-এও যে সেসব থাকছে তা মালুম হয় ট্রেলার দেখলেই। পরমব্রত আশা করছেন, এই সিরিজটি যেন কিছু মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়। এ বিষয়ে তিনি বললেন, ‘এই সিরিজটি দাঁড়িয়ে রয়েছে একটি ভাবনার উপর। তা হল, ধর্ম নয়, আমাদের সত্তা নির্ধারণ করে সংস্কৃতি। গত দু’দশকে আমাদের পৃথিবীটা সম্পূর্ণ আড়াআড়ি বিভক্ত। এই পৃথিবীতে আমরা বড় হইনি। এগুলো দেখে যে মনখারাপটা তৈরি হয় তা এই সিরিজে স্থান পেয়েছে। আশা করব আমাদের বাঙালি সত্তাটার জয় হবে।’
‘শরতে আজ’-ই প্রথম বাংলা ওয়েব সিরিজ যার সম্পূর্ণ শ্যুটিং হয়েছে লন্ডনে। বাংলা ওয়েব কনটেন্টের জগতে কার্যত বিপ্লব ঘটালেও পরমব্রত তা নিয়ে অবিচল। তাঁর দাবি, বড় স্কেল বা বাংলা ওয়েব সিরিজের খোলনলচে বদলে দেবেন, এমন ভাবনা নিয়ে কাজ করতে বসেননি তিনি। লন্ডনের প্রসঙ্গ এসেছে গল্পের সঙ্গে খাপখাইয়েই।
রুপোলি পর্দার পাশাপাশি ‘ফেলুদা’, ‘কালী’, ‘শরতে আজ’-এর দৌলতে ওয়েবস্পেসেও অবাধ যাতায়াত শুরু করেছেন তিনি। ‘দুপুর ঠাকুরপো’, ‘হোলি ফাঁক’-এর মতো রগরগে কন্টেন্ট নিয়ে কাজ করবেন? পরমের স্পষ্ট জবাব, ‘হোলি ফাঁক ভালো কন্টেন্ট বলে আমার মনে হয়নি। ওইভাবে বানাতে বললে পারব না। সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কিন্তু আমার কোনও ছুৎমার্গ নেই। তবে যদি আমাকে আমার মতো করে বানাতে দেওয়া হয় নিশ্চই করব।’ টালিগঞ্জে জোর খবর পরমব্রত চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক বানাচ্ছেন। তবে এখনই তা নিয়ে মুখ খুলতে চাইলেন না। বললেন, ‘যদি এমনটা হয় তবে সঠিক সময়ে ঘোষণা করা হবে।’ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট নাকি একটা কথা আছে না? পাঠকই বুঝে নিন।
শুভম বসু