উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
চলছে ভরা বর্ষার মরশুম। আকাশে জলভরা মেঘের আনাগোনা, টিপটিপ, ঝিরঝির আবার কখনও অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। চির রোমান্টিক বাঙালি-মন যে এইসময়ে বৃষ্টির ছন্দে, ভিজে মাটির গন্ধে উতলা হয়ে উঠবে সেটাই তো স্বাভাবিক। বর্ষা মানেই তো প্রেম! বর্ষা মানেই রূপ-রস-গন্ধ সবকিছুরই মেশামেশি। আবার গুরু গুরু মেঘের ডাকে মন কেমন করা বিরহের ব্যথা। যুগে যুগে সময়ের পথ ধরে কত কবি ব্যক্ত করেছেন তাঁদের অনুভূতি— তাঁদের কবিতায়, তাঁদের গানে। রবীন্দ্রনাথ থেকে জয় গোস্বামী, শক্তি, সুনীল ছাপিয়ে ভিনদেশি ভাষায় কবিতা পাঠ ছিল এদিনের অনুষ্ঠানের আঙ্গিকে। সঙ্গে শ্রাবণী সেনের কণ্ঠে অসাধারণ রবীন্দ্রসঙ্গীত এবং অতুলপ্রসাদী গান। ভালো লাগে আবিরের কণ্ঠে ‘লিপিকা’ থেকে নেওয়া ‘মেঘলা দিনে’। এদিন আবির ও সোহিনীর যুগলবন্দিতে ধরা পড়ল বর্ষার আখ্যান। সোহিনী সেনগুপ্ত ও সুজয়প্রসাদের পাঠে ছিলেন জয়, শক্তি সুনীল। উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগকে স্বাগত।