উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
প্রথমে চার শিল্পী সমবেত নৃত্য বজ্রকান্তি পল্লবী পরিবেশন করেন। এরপর একে একে পরিবেশিত হয় কৃষ্ণ তাণ্ডব, স্বভিনয় পল্লবী, দুর্গাস্তুতি ওড়িশি নৃত্যমালা। ছন্দের তালে প্রতিটি নৃত্যই বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। মন ছুঁয়ে যায় অনুষ্ঠানের অন্যতম নিবেদন এষা ও ভামতীর যুগলবন্দি ‘শিবস্তুতি’ আর তৃষা ও অদিতির যুগলবন্দি ‘মারে বন ধারা’। শিল্পীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে মঞ্চে উজাড় করে দিলেন ওড়িশি নৃত্যের সম্পূর্ণ নির্যাস।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত মিখাইল গুসেভ, ওড়িশার বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত নিত্যানন্দ মিশ্র প্রমুখ।