উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
প্রথম পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর, কিশোরকুমার, লতা মঙ্গেশকর, লক্ষ্মীকান্ত-প্যারেলাল, মান্না দে, নচিকেতা চক্রবর্তী, আইয়ুব বাচ্চু, সোনু নিগম, কেকে, সাজিদ-ওয়াজিদ, এ আর রহমানের সঙ্গীতের সঙ্গে ঋষি কাপুর, ইরফান খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবির গানও থাকছে।
বাকি পর্বগুলিতে সত্যজিৎ রায়, আর ডি বর্মন, সলিল চৌধুরী, গুলজার, যশ চোপড়া, খৈয়ামের মতো প্রথিতযশাদের স্মরণ করা হয়েছে। এই উদ্যোগের বিষয়ে কৌশিক ঘোষের বক্তব্য, ‘লকডাউনের জন্য যন্ত্রসঙ্গীত শিল্পীরা তাঁদের উপার্জন হারিয়েছেন। এমনকী, অনলাইন লাইভ অনুষ্ঠানেও খুব একটা সুযোগও পাননি। তবে, আমাদের শিল্পে তাঁদের অবদানের কথা ভুললে চলবে না। সামগ্রিকভাবে এটি আমাদের কিংবদন্তিদের পাশাপাশি যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও একটি সম্মানজ্ঞাপনের চেষ্টা বলা যায়।’