উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহানন্দা কাঞ্জিলালের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়। তৃতীয় নিবেদনে মনীষা রানি বিশ্বাস যোগ রাগে খেয়াল ও পরে একটি ভজন গেয়ে শোনান। দুটি গান্ধারের সার্থক প্রয়োগ, মীড়, তান এবং লয়কারীতে শিল্পী মুন্সিয়ানার পরিচয় দেন। সারেঙ্গিতে কমলেশ মিশ্র এবং শিবনাথ ভট্টাচার্যের বুদ্ধিদীপ্ত তবলা সঙ্গত উল্লেখ্য। এদিনের সঙ্গীত সন্ধ্যার চতুর্থ তথা শেষ নিবেদন ছিল অসীম চৌধুরীর সেতার বাদন। শিল্পী প্রথমে বাহার রাগে সুরেলা আলাপ, জোড় ও ঝালার পর মধ্যলয় ও দ্রুত তিনতালে দুটি গৎ পরিবেশন করেন।