বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
রবীন্দ্রনাথের প্রেম, পূজা এবং প্রকৃতি পর্যায়ের গানে ‘আজ জ্যোৎস্না রাতে’, ‘তোমায় গান শোনাব’, ‘তুই ফেলে এসেছিস কারে’ শ্রোতাদের মাতিয়ে তোলেন জয়তী চক্রবর্তী। একইরকম সুর, ছন্দ, ভাবের পরিবেশন দেখা গেল আধুনিক বাংলা গানের আবেশে সৈকত মিত্রের গলাতেও। অনুষ্ঠানে কথার সৌন্দর্য্যে অর্থাৎ কথনে ছিলেন স্বপন সোম। সহযোগী শিল্পীদের সুরমূর্চ্ছনা এবং গায়কীর মুন্সিয়ানায় শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের অপূর্ব মেলবন্ধন মূর্ত করে তোলে।