বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
পরে রাগ ভৈরবিতে মীরার ভজন এবং রাগ রাগশ্রীতে ‘সুধন লিনি বালময়া’ শ্রোতাদের মন ভরিয়ে দেয়। গানের প্রতিটি পরতে শিল্পী রাগরূপকে বিকশিত করে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভরতনাট্যমের আঙ্গিকে পুষ্পাঞ্জলি, শিব পঞ্চঘরা স্তোত্রম, আলারিপু, শব্দম, যতিস্মরণ পরিবেশনায় মুন্সিয়ানার পরিচয় দেয়। একক তবলাবাদনে তিনতাল বাজিয়ে শোনান অণির্বান আইচ। সুরেলা ও পরিচ্ছন্ন বাদনে সিক্ত হন শ্রোতারা। শিশুশিল্পী অস্মির নিবেদনে সুকুমার রায়ের ‘গন্ধবিচার’ ভালো লাগে। এছাড়াও ছিল রবীন্দ্রনৃত্য ও মূকাভিনয়। সমগ্ৰ অনুষ্ঠানের ভাবনা ও পরিচালনায় ছিলেন গোপা মৌলিক আইচ।