পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
এই তিন চরিত্রকে এক সুতোয় গেঁথে ফেলেছেন পরিচালক রাশিদ রাহা। তাঁর ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’-থাকছে এই চরিত্ররা। অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, দর্শনা বণিক, শিফাত আমি, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ। মুক্তি পেল এই ছবির ফার্স্ট লুক। বর্তমান দুনিয়ায় মানুষকে বিশ্বাস করা বড় কঠিন। এই ছবি যেন সেই বাস্তবেরই গল্প বোনে। নির্মাতাদের আশা, দর্শক বাস্তবের সঙ্গে ছবির গল্পের মিল খুঁজে পাবেন।