ওয়াশিংটন: ফের বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত আমেরিকা। এবারের ঘটনাস্থল আরকানসাস প্রদেশ। শুক্রবার সেখানকার শপিং মলে হামলা চালায় আততায়ী। দোকান লাগোয়া পার্কিং লটেও গুলি চালায় সে। ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। আহত আরও ন’জন। মৃতদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার যুবক দাসারি গোপীকৃষ্ণ। মাত্র আট মাস আগে আমেরিকায় গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আরকানসাসের ওই গ্রসারি মলে কাজ করতেন গোপীকৃষ্ণ। ঘটনার সময় বিলিং কাউন্টারের দায়িত্ব সামলাচ্ছিলেন। তখনই সেখানে হামলা চালায় আততায়ী। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পরের দিন সেখানেই গোপীকৃষ্ণর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া।
সিসি ক্যামেরার ফুটেজে এই ঘটনার প্রত্যেক মুহূর্ত ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোপীকৃষ্ণর উপর নির্বিচারে গুলি চালাচ্ছে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপরেই তার থেকে কিছু নিয়ে চম্পট দেয় আততায়ী।