পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
একাধিক সাক্ষাৎকারে নিজেকে ‘শাহরুখ ফ্যান’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। দীর্ঘ অসুস্থতার পর্ব কাটিয়ে সদ্য কাজে ফিরেছেন অভিনেত্রী। ‘সিটাডেল’ ছবির ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’র প্রচারে ব্যস্ত নায়িকা। প্রচারপর্বের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দক্ষিণী তারকা মহেশ বাবু, সূর্য ও শাহরুখ খানের বিপরীতে কাজ করা তাঁর কাছে স্বপ্নের মতো। প্রথম দু’জনের সঙ্গে ইতিমধ্যেই কাজ করেছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। এবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। প্রথমবার জুটিতে দেখা যাবে শাহরুখ ও সামান্থাকে। শাহরুখ-সামান্থার রসায়ন কেমন হবে, তা আগ্রহ বাড়াচ্ছে অনুরাগীদের।
জানা গিয়েছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিটি দেশাত্মবোধক গল্পকে ঘিরে তৈরি হবে। যার জন্য এখন থেকেই গবেষণা শুরু করেছেন রাজকুমার। শোনা যাচ্ছে, আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ছবির ঘোষণা হতে পারে। যদিও এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি বলে খবর। বর্তমানে শাহরুখ ব্যস্ত সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’-এর কাজ নিয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে।