পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
• প্রথম সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন। অভিনয় জীবনের চার দশক পার হওয়ার পর এখনও কি কোনও কিছু চ্যালেঞ্জিং বলে মনে হয়?
•• আমি আজ পর্যন্ত যা যা করেছি, তার সবটাই আমার কাছে চ্যালেঞ্জিং। আর যা করিনি, তা-ও চ্যালেঞ্জিং। সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। তার জন্য আমি ভাবনাচিন্তা করি। প্রচুর পরিশ্রম করি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সত্যি বলতে চ্যালেঞ্জ ছাড়া জীবনে কোনও মজা নেই। তাতেই বেঁচে থাকার আনন্দ। ‘বিগ বস’ আমার জন্য নতুন অধ্যায়। অবশ্যই চ্যালেঞ্জিং।
• সঞ্চালক হিসেবে নতুন কী কী সংযোজন করছেন?
•• ইতিমধ্যে এই শো অত্যন্ত জনপ্রিয়। ‘বিগ বস’-এর টিম দুর্দান্ত। মূল বিষয়টা একই থাকবে। যেহেতু আমি সঞ্চালনা করছি, তাই নতুন এনার্জি যোগ হবে।
• আপনি প্রতিযোগীদের ক্ষেত্রে কতটা কঠোর হবেন?
•• দেখুন, আমি প্রতিযোগীদের প্রথমে ভালোবেসে বোঝানোর চেষ্টা করব। তারপরেও কেউ বেয়াদবি করলে তখন ‘মোগাম্বো’ হতে হবে (হাসি)।
• ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে সলমন খান দারুণ সফল। আপনি কি ওঁর সঙ্গে এই শো নিয়ে কোনও আলোচনা করেছেন?
•• আমি সকলের কথা শুনি, কিন্তু কাজ করি নিজের মর্জি মতো। এই শো-র সঞ্চালকের দায়িত্ব নেওয়াতে সলমন আমার থেকেও বেশি খুশি হয়েছে। আমাকে ও শুভকামনা জানিয়েছে।
• আপনি নিজে কখনও প্রতিযোগী হতে চাইবেন?
•• এখন আমার ৩০ বছর বয়স হলে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চাইতাম। তবে এখন সুযোগ পেলে আমি আমার সঙ্গে কপিল শর্মা, সলমন আর করণ জোহরকে প্রতিযোগী হিসেবে চাইব। (সশব্দে হেসে) তখন শো সঞ্চালনা করবেন অমিতজি (অমিতাভ বচ্চন)।
• বাড়িতে আসল ‘বিগ বস’ কে?
•• আমি ‘বিগ বস’ হওয়ার অভিনয় করি। বাইরের সকলের সামনে এমন ভাব করি যে আমিই বিগ বস। কিন্তু আসল ‘বিগ বস’ আমার স্ত্রী।
• অভিনেতা হিসেবে এমন কোনও স্বপ্ন, যা এখনও অধরা?
•• এখনও অনেক কিছু করার বাকি আছে। ‘ইন্টারভ্যাল’ হয়েছে সবে। মঞ্চে অভিনয় করার ইচ্ছে এখনও আছে।
• চার দশকের বেশি সময় ধরে আপনি ‘স্টারডম’ ধরে রেখেছেন। এর রহস্য কী?
•• দেখুন, এই ‘স্টারডম’ আমি বুঝি না। আপনারা যাকে ‘স্টারডম’ বলেন, সেটা আমার অনেক পরিশ্রমের ফল। আজ আমি যে জায়গায় পৌঁছেছি তার পিছনে আছে বড়দের আশীর্বাদ, আর আমার পরিশ্রম। সবকিছুর জন্য শুধুই কৃতজ্ঞতা জানাতে চাই।