পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
দীঘায় পর্যটকের ভিড় দিন দিন বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে জায়গা দখল করে দোকান বসানোর প্রবণতাও বাড়ছে। পর্যটকদের সৈকতে যাতায়াতের সরকারি রাস্তার দু’দিক দখল করে প্রচুর ঝুপড়ি দোকান বসে গিয়েছে। রোজ বিকেল হলেই ওল্ড ও নিউ দীঘার সৈকতে সারি সারি দোকানপাট বসে যায়। এর জেরে পর্যটকদের যাতায়াতে সমস্যা হয়। এর আগে একাধিকবার মাইকিং করে ওই ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়। কিন্তু তাতে দোকানদাররা কর্ণপাত করেনি। এবার কড়া পদক্ষেপ করল উন্নয়ন সংস্থা।
ওই সংস্থার এক কর্তা চন্দন কর্মকার বলেন, আগেই ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছিল। তারা কোনও গুরুত্ব দেয়নি। তাই উচ্ছেদের পথে হাঁটল প্রশাসন। এই অভিযান নিয়ে অবশ্য ব্যবসায়ীদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই পুনর্বাসনেরও দাবি তুলছেন। নিজস্ব চিত্র