উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
এই ট্যুইটটি করার পর পরই পোস্টটি ওয়াল থেকে মুছে ফেলেন তিনি। তাতে জল্পনা আরও বাড়ে। অনেকে উদ্বিগ্ন হয়ে ফোন করতে শুরু করেন। এরপর অন্য একটি ট্যুইটে উদয় জানান, সম্প্রতি আমার ট্যুইটটি দেখে হয়তো অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। আমি ভালো আছি। আমি মজা করে এমনটা বলেছিলাম। তবে আমি ক্ষমাপ্রার্থী। যাঁরা এখনও আমার পরোয়া করেন, তাঁদের ধন্যবাদ। উদয়ের দু’টি অদ্ভুত পোস্টে দ্বন্দ্বে অভিনেতার অনুরাগীরা। সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকায় তাঁর খবর সহজেই পান নেটিজেনরা। তবে তাঁর বক্তব্য আদৌ সত্যি কী না তা নিয়ে জল্পনা এখনও কমেনি। আদৌ কী ভালো আছেন উদয় চোপড়া? সেই নিয়ে প্রশ্ন নেট দুনিয়ায়। ২০১৩ সালে ধুম ফ্রাঞ্চাইজির ছবি ‘ধুম-৩’তে আমির খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে শেষ দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে, মূল চরিত্রে বহুদিন বড়পর্দায় অভিনয় করতে দেখা যায়নি উদয় চোপড়াকে। আর সেই কারণেই কী অবসাদ ক্রমশ গ্রাস করছে তাঁ? প্রশ্ন অনেক। উত্তর অধরা।