উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
ছবির মধ্যে শুধুই যে সামাজিক বার্তা আছে, এমনটা নয়। পুরো গল্পের মধ্যে প্রেম, সাসপেন্স, থ্রিলার সবকিছুই রয়েছে। ছবিটি ভরত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। মূখ্য চরিত্রে অভিনয় করছেন সূর্য, যে পীযূষের ছবি ‘বেপরোয়া’তে ডেব্যু করেছিলেন। সূর্যর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্র। পরবর্তী ছবির কাজও বেশ অনেকটাই এগিয়ে রেখেছেন পীযূষ। তিনি জানালেন,‘একটা ছবির কাজ প্রায় শেষের পথে। এই ছবির নাম ‘হরি ঘোষের গোয়াল’। জুলাই মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে। এটা একটা কমেডি থ্রিলার। এখানেও আমি এক ঝাঁক নতুন অভিনেতাদের নিয়ে আসতে চলেছি। ছবিটার মধ্যে একটা পুরনো মেস বাড়ির স্বাদ আছে।’
নিজস্ব প্রতিনিধি