উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
আপনার বাবা চাঙ্কি পাণ্ডে। অভিনেত্রী হতে চেয়েছিলেন কেন?
ছেলেবেলা থেকেই আমি, সুহানা (শাহরুখের মেয়ে) ও শানায়ার (সঞ্জয় কাপুরের মেয়ে) সঙ্গে মজা করে অভিনয় করতাম। বাবার সঙ্গে কখনও সেটে যাইনি। রাতের শো-এ সিনেমা দেখতে গেলে আমাকে নিয়েও যেত না। পনেরো বছর বয়সে আলিয়াকে (ভাট) পর্দায় দেখে অভিনয় করার ইচ্ছা জাগে।
অভিনয়রে জন্য করণ জোহরকে কি আপনিই বলেছিলেন?
আমি আমেরিকায় পড়তে যেতে চেয়েছিলাম। তখন এই ছবির কথা শুনে অডিশন দিয়েছিলাম। করণ কিন্তু তখনও আমাকে কিছু জানাননি। তারপর ওয়ার্কশপ শুরু করি। সবশেষে জানতে পারলাম আমাকে বাছা হয়েছে! সুযোগ না পেলে হয়তো পড়াশোনা নিয়েই থাকতাম।
সুযোগ পাওয়ার পর বন্ধুরা কী বলেছিল?
আমার কিছু কিছু কুসংস্কার রয়েছে। তাই ট্রেলার বেরনোর আগে পর্যন্ত বন্ধুদের কিছুই জানাইনি।
বলিউডে স্বজনপোষণ বিতর্ক আছে। আপনার ক্ষেত্রেও এটা প্রাসঙ্গিক। কী বলবেন?
ছবি মুক্তির আগে এই নিয়ে কথা বলতে চাই না। আমি জানি আমি স্টার কিড। সবাইকে একটাই অনুরোধ, ছবি দেখে তারপর আমাকে বিচার করবেন।
ট্রেলার দেখে আপনার বাবার প্রতিক্রিয়া?
বাবা কখনও সেটে আসেননি। আমার প্রথম শট দেখতে মা এসেছিলেন। বাবা সোজা ট্রেলার দেখেছেন। এখন বাবা দিনে কমপক্ষে ১০-১২ বার ট্রেলারটা দেখেন (হাসি)।
তারপর কোনও পরামর্শ দেননি?
বাবা মনে করেন সিদ্ধান্ত আমারই নেওয়া উচিত। দেখুন, সাফল্যের সঙ্গে বাবা কোনওদিন বদলে যাননি। জীবনে অনেক চরাই উতরাই দেখেও সেটা যেন পরিবারকে প্রভাবিত না করে সেই চেষ্টাই তিনি করে গিয়েছেন। বাবার এই গুণগুলোই আমি অনুসরণ করতে চাই।
বাবার কোন ছবিটি আপনার প্রিয় এবং কোন ছবির রিমেকের অংশ হতে চাইবেন?
‘আঁখে’ (১৯৯৩) ও হাউসফুল সিরিজ। ‘লাল দোপাট্টেওয়ালি’ বা ‘সো গয়া আসমান’ গান দুটোর রিমেকে থাকতে চাই (হাসি)।
আলিয়া আগে এই চরিত্রে অভিনয় করেছে। একই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কীরকম?
আমার চরিত্রে একটু কমেডি রয়েছে। আলিয়া এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী। ওর সঙ্গে নিজেকে তুলনা করতে চাই না। আমি ওর মতো কোনও অভিনয়ের প্রশিক্ষণ নিইনি। আমি নতুন। আশা করছি ভবিষ্যতে ওর মতো ভালো ভালো ছবির অফার পাব।
ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়কে কীভাবে দেখছেন?
ভালোই লাগছে। নতুনদের জায়গা দিলেই তো ইন্ডাস্ট্রি আরও এগতে পারবে।
‘পতি পত্নী অউর ও’র রিমেকে তাপসী পান্নুর পরিবর্তে আপনি। কী বলবেন?
হ্যাঁ, ভূমি পেডনেকরের সঙ্গে ছবি। তবে এটা রিমেক নয়, অ্যাডাপটেশন বলা যায়। ‘স্টুডেট অব দ্য ইয়ার ২’ এর কিছু দৃশ্য দেখে প্রযোজক আমাকে নির্বাচন করেন। তাপসীকে সরিয়েছি কিনা জানি না। ওটা প্রযোজক ভালো বলতে পারবেন।