খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
যে সব মানুষ কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ডায়ালিসিস একমাত্র উপায়। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ডায়ালিসিস রোগীদের প্রয়োজনীয় পাঁচটি নিয়মাবলী মেনে চলা আবশ্যিক।
১) ডায়ালিসিসের ক্ষেত্রে ডাক্তার, নার্সিং স্টাফ, টেকনোলজিস্টদের পর্যাপ্ত ট্রেনিংয়ের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্ধারিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২) জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গ থাকলে তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সকলের নাম ঠিকানা সহ যাবতীয় তথ্য রাখতে হবে এবং উপসর্গ বাড়তে থাকলে করোনা টেস্টের জন্য নমুনা পাঠাতে হবে।
৩) ডায়ালিসিস চলাকালীন রোগীর খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে।
৪) ডায়ালিসিস রোগী এবং স্বাস্থ্যকর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের করোনা উপসর্গ দেখা দিচ্ছে কি না, তাও খেয়াল রাখতে হবে।
৫) যদি কোনও ডায়ালিসিস রোগীর নমুনা পজিটিভ আসে, তাঁদের বিশেষ ‘আইসোলেশন’ ওয়ার্ডে নিয়ে গিয়ে ডায়ালিসিস করতে হবে। সেই সেন্টার, মেশিন ও স্বাস্থ্যকর্মীদের পরিবর্তন না করাই ভালো। প্রবেশ ও বাহির পথ অন্যান্য রোগীদের থেকে আলাদা করতে হবে। ডায়ালিসিসের পর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সেই ওয়ার্ড জীবাণুমুক্ত করতে হবে।