খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
প্রাথমিকভাবে যা আমরা জানতে পেরেছি, একটি তল বা সারফেসে ভাইরাস কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। এটা নির্ভর করে সারফেসের ধরন ও আবহাওয়ার উপর। এর মধ্যেই একটি বড় প্রশ্ন যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, তা হল খবরের কাগজ কি নিরাপদ? বলব, কোনও ব্যক্তির থেকে বাণিজ্যিক পার্সেল ভাইরাস যুক্ত হওয়ার আশঙ্কা কম। তাই কাগজ ছুঁলে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কাও খুব কম। হু স্পষ্টই বলেছে, এই ভাইরাস প্লাস্টিক আর স্টিলে ৭২ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। তামায় জীবিত থাকে ঘণ্টা চারেক। আইসিএমআর-এর বিশেষজ্ঞরা বলছেন, এটি হল শ্বাসজনিত রোগ। তাই খবরের কাগজ বা পার্সেল ছুঁলে ঝুঁকি নেই। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল বলেছে, কাগজে ভাইরাস বেঁচে থাকবে, এমন প্রমাণ এখনও নেই। খবরের কাগজের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোকে স্রেফ গুজবও বলছেন।