সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রায় ৮০ লক্ষ মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। এই রোগের শেষ ধাপ এন্ড স্টেজ রেনাল ডিজিজে রোগীর কিডনির কর্মক্ষমতা গুরুতর হারে কমে যায়। এক্ষেত্রে ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া অন্য কোনও উপায় বেঁচে থাকে না। এই দুই ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রতিস্থাপনের মাধ্যমে রোগী মোটের উপর স্বাভাবিক জীবন ফিরে পান। কারণ ট্রান্সপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে রোগীর খারাপ কিডনিকে সুস্থ কিডনি দিয়ে প্রতিস্থাপিত করা হয়।
কিডনি দাতার অভাব, দক্ষ ট্রান্সপ্ল্যান্ট সার্জেনের অভাব, সার্জারির আধুনিক ব্যবস্থার অভাব সহ আরও বেশকিছু কারণে এখনও ভারতে বেশি সংখ্যায় কিডনি প্রতিস্থাপন সার্জারি হয় না।