সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা করার জন্য ইতিমধ্যেই প্রায় সমস্তরকম পরিষেবা শুরু করা গিয়েছে।
ফলে ক্যান্সার আক্রান্তরা রেডিয়েশন, রেডিওসার্জারি, আয়োডিন থেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট- এর মতো পরিষেবা সহ অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সুযোগ নিতে পারেন।
এছাড়া ক্যান্সার প্রতিরোধের মতো বিষয়েও নজর দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ভিন্ন ধরনের ক্যান্সার নির্ণয়ে স্ক্রিনিং-এরও ব্যবস্থা আছে।
এইচসিজি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান এবং সিইও ডাঃ বি এস অজয়কুমার জানান, অসংখ্য মানুষের জীবন থেকে ক্যান্সার মুছে দিতেই আমরা মিলিতভাবে এই প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। আশা করা যায় পশ্চিমবঙ্গের মানুষের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষও এই উদ্যোগের সুফল লাভ করবেন। তিনি আরও বলেন, দুঃস্থ ক্যান্সার রোগীর জন্য আমাদের হাসপাতালের ফাউন্ডেশন রয়েছে।
সেখানে আবেদন করে কম খরচেও হাসপাতালের চিকিৎসাব্যবস্থার সুযোগ নেওয়া যাবে।
অন্যদিকে ইকো ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের সিএমডি ডাঃ এস কে শর্মা বলেন, রোগীর দেহে যত দ্রুত ক্যান্সার নির্ণয় করা যায়, ততই চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। তাই যে কোনও ক্যান্সার হাসপাতালে রোগ নির্ণয়ে উন্নত রোগ পরীক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমাদের প্রতিষ্ঠানে আধুনিক এবং উন্নত প্রযুক্তির ক্যান্সার রোগ নির্ণায়ক ব্যবস্থা রয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচসিজি এন্টারপ্রাইজ লিমিটেডের হেল্থকেয়ার সার্ভিসেস-এর ডিরেক্টর দীনেশ মাধবন, রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের প্রধান ডা অয়ন বসু, হেমাটো অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ জয়দীপ চক্রবর্তী, সার্জিক্যাল অঙ্কোলজির প্রধান ডাঃ রাহুলকুমার চৌধুরী, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের চিকিৎসক অরুণাভ হালদার সহ বহু বিশিষ্ট মানুষ।