সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএআরআইডিডি কলকাতার সহ নির্দেশক ডাঃ অমিতকুমার দীক্ষিত, আইআরইএস কলকাতার সভাপতি ডাঃ পবনকুমার শর্মা। এছাড়া এদিন চিকিৎসক বিজ্ঞানীদের মধ্যে ছিলেন ডাঃ অচিন্ত্য মিত্র, ডাঃ দীপসুন্দর সাহু, ডাঃ রঞ্জিতা এক্কা প্রমুখ। তাঁরা সবাই মূল্যবান বক্তব্য পেশ করেন। বক্তা ছাড়াও অনুষ্ঠানে প্রায় ৬০ জন আয়ুর্বেদ ছাত্র, চিকিৎসক উপস্থিত ছিলেন।