শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
সংস্থার প্রতিষ্ঠাতা কর্ণধার প্রসন্ন শিরোল জানান, প্রতি ২০ জনে এক জন ভারতীয় বিরল অসুখে ভোগেন। আক্রান্তদের অর্ধেকই বাচ্চা। মুশকিল হল, এই সব রোগগুলি সম্বন্ধে মানুষের কোনও সচেতনতাই নেই। পাশাপাশি এই রোগগুলির চিকিৎসা খরচও অনেক। তাই সরকারের এগিয়ে আসা উচিত। সংস্থার পশ্চিমবঙ্গ শাখার কো-কোঅর্ডিনেটর দীপাঞ্জনা দত্ত জানান, পশ্চিমবঙ্গে বিরল রোগের চিকিৎসার সুযোগ বেশ কম। তাই অনুরোধ, রাজ্যে বিরল রোগ চিকিৎসার আধুনিক কেন্দ্র গড়ে তোলা হোক।