বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
ডাঃ অমিতাভ সাহা বলেন, আগামী সপ্তাহ থেকেই বর্ধমান মেডিক্যাল কলেজে হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা বিনামূল্যে প্রোফিল্যাক্সিস থেরাপির সুবিধা পাবেন। পাশাপাশি এই রোগে আক্রান্তদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হচ্ছে বলে তিনি জানান। সংস্থার পক্ষ থেকে বলা হয়, হিমোফিলিয়ায় আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারকে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়ার জন্যই নিয়মিত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।