Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কাশির সঙ্গে রক্ত চিকিৎসা কী ?

শীতকাল মানেই কমবেশি কাশির উপদ্রব ঘরে ঘরে। অনেক কারণেই কাশতে কাশতে কফের সঙ্গে রক্ত বেরিয়ে আসতে পারে। আর রক্ত ওঠা মানেই, সমস্যাকে একদম অবহেলা নয়। সঠিক সময়ে চিকিৎসার আওতায় এলে এমন বহু সমস্যারই সমাধান সম্ভব। জানাচ্ছেন রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতালের টিবি ইউনিটের মেডিক্যাল অফিসার ডাঃ দেবব্রত রায়।

কাশির সঙ্গে রক্ত পড়তে দেখলে ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। কাশি বা কফের সঙ্গে রক্ত—যার পোশাকি নাম হিমোপটিসিস। এই সমস্যা ব্যক্তি জীবনে সত্যিই আতঙ্ক তৈরি করে। পুরানো সাহিত্য ও সিনেমাতে কারও টিবি বা যক্ষ্মা রোগটি হয়েছে, এটা বোঝানোর জন্য কাশতে কাশতে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে— এই দৃশ্য দেখানোর চল ছিল। সেই থেকেই শুরু। এরপর আমরা ধরেই নিয়েছি যে কাশিতে রক্ত এসে যাওয়া মানেই টিবি বা যক্ষ্মা রোগের লক্ষণ। সমস্যাটা সবসময় ওভাবে না দেখলেই ভাল।
কাশির সঙ্গে রক্ত কখন, কেন?
কাশির সঙ্গে রক্ত বের হয় মূলত ফুসফুস এবং শ্বাসনালীর যে কোনও অংশ থেকে। সুতরাং এই অংশগুলোর যে কোনও জায়গা থেকে যে কোনও কারণে রক্তক্ষরণ হলেই, তা কাশির সঙ্গে কফের মাধ্যমে বেরিয়ে আসে। কারণ, কফের উৎপত্তিস্থলও এই একই অঞ্চল। তাই শুধুমাত্র টিবি বা যক্ষ্মা রোগ নয়, যে কোনও কারণে ফুসফুসের রক্তবাহী জালিকা ক্ষতিগ্রস্ত হলে তা থেকে রক্তপাত ঘটতে পারে।
উন্নত দেশগুলিতে যেখানে টিবি রোগের প্রকোপ মারাত্মক নয়, সেখানে স্বভাবতই টিবি রোগজনিত কারণে রক্তপাতও কম দেখতে পাওয়া যায়। অন্যদিকে আমাদের দেশে যেখানে টিবি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা, সেখানে শতকরা ৮০ শতাংশ ক্ষেত্রেই টিবি রোগটিই এর জন্য দায়ী। এছাড়াও অন্যান্য অনেক কারণই থাকতে পারে এই রক্তপাতের পিছনে—
 ব্রঙ্কাইটিস— ব্রঙ্কাইটিস হল শ্বাসনালীর প্রদাহ। এটি একেবারেই সাধারণ অসুখ। বেশিরভাগক্ষেত্রে সহজেই সেরে যায়। তবে এক্ষেত্রেও চিকিৎসকের কাছে যাওয়া বাঞ্ছনীয়।
 ব্রঙ্কিয়েকটেসিস—এই অসুখে শ্বাসনালীর স্থায়ী ক্ষতি হয়। এক্ষেত্রে এই জায়গার স্থিতিস্থাপকতা নষ্ট হওয়ার কারণে শ্বাসনালীর মধ্যে মৌচাকের মধুর মতো ক্ষরণ জমতে থাকে এবং তাতে বারে বারে সংক্রমণ হয়। সেই কারণে রোগীকে প্রায় সারাজীবনই ভুগতে হয়।
 নিউমোনিয়া—এটি ফুসফুসের একধরনের প্রদাহ এবং সংক্রমণ। বিভিন্ন কারণে এই অসুখ হতে পারে। ডায়াবেটিস থাকলে সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা থাকে।
 ফুসফুসের ক্যান্সার— কঠিন এমনকী প্রাণঘাতী অসুখ। এটি ফুসফুসের নিজস্ব ক্যান্সার হতে পারে। আবার শরীরের অন্য কোনও অংশের ক্যান্সারও ফুসফুসে ছড়িয়ে গেলেও হতে পারে।
এ তো গেল সরাসরি ফুসফুসের অভ্যন্তরীণ কারণজনিত রক্তপাত। এমনকী হার্টের ভালভের কিছু সমস্যা, হার্টের প্রদাহ হলেও কাশির সঙ্গে রক্তপাত হতে পারে।
মহিলাদের ক্ষেত্রে
মহিলাদের ক্ষেত্রে পালমোনারি এন্ডোমেট্রিয়োসিস বলে একটি রোগ হয়। এই রোগে ইউটেরাসের ভিতরের আবরণ কোনও না কোনওভাবে ফুসফুসে চলে আসে। ফলে প্রতিবার স্বাভাবিক মেনস্ট্রুয়েশনের সময় হলে সেখান থেকে রক্তপাত হয়, যা কফের সঙ্গে বেরিয়ে আসে। ফুসফুসের কাঠামোগত কিছু বৈচিত্র্যের কারণেও এমনটা ঘটতে পারে। অনেকসময় আবার অন্ত্রের কৃমি কোনওভাবে ফুসফুসে গিয়ে বাসা বাঁধলেও রক্তপাতের আশঙ্কা থাকে। শরীরের কিছু কিছু প্রতিরোধের কারণেও এমনটা ঘটতে পারে। হৃদরোগের চিকিৎসায় যাঁরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ নিয়মিত দীর্ঘদিন ধরে খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে যে কোনও জায়গার পাশাপাশি ফুসফুস থেকেও রক্তপাতের আশঙ্কা বাড়ে। কোকেন জাতীয় দ্রব্য ব্যবহারকারীর ক্ষেত্রেও এই একই আশঙ্কা দেখা যায়। এতসব কারণ ছাড়াও আঘাতজনিত কারণেও রক্তপাতের আশঙ্কা থেকে যায়। আশ্চর্যের ব্যাপার হল, শত পরীক্ষানিরীক্ষা করেও কিছু ক্ষেত্রে এই সমস্যার নির্দিষ্ট কোনও কারণই নির্ণয় করা যায় না।
কোথা থেকে রক্ত?
রক্তপাতের ধরন এবং পরিমাণ দেখেই অনেক সময় আন্দাজ করা যায় যে ঠিক কোন জায়গা থেকে এমনটা ঘটছে। কখনও কখনও কফের সঙ্গে মেশানো অবস্থায় কেবলমাত্র ছিটেফোঁটার আকারে রক্ত দেখতে পাওয়া যায়। এটা আসে সামান্য গভীর কোনও জায়গা থেকে। প্রতিদিন যদি ২০০ মিলি-এর কম পরিমাণ রক্ত বের হয়, তবে সেটা আসে অপেক্ষাকৃত গভীরতর এবং বড় কোনও ক্ষত থেকে। ২০০ মিলির বেশি রক্ত এলে বুঝতে হবে সমস্যাটা সত্যিই ভীষণ গভীরে। এক্ষেত্রে কোনও রক্তবাহী নালী ফেটে যাওয়ার ফলেও এমন ঘটনা ঘটতে পারে। সবচেয়ে ভয় এই তৃতীয় গোত্রের রোগীদের নিয়েই। সঠিকভাবে চিকিৎসা না করালে ৭০ শতাংশ রোগীর ক্ষেত্রে সমস্যা জটিল আকার ধারণ করে। তাই কফের সঙ্গে রক্ত কম আসুক বা বেশি, একবারেই অবহেলা করা চলবে না। কেন না ব্রঙ্কাইটিসের মতো আপাতনিরীহ রোগ থেকে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও কিন্তু এসবের কারণ হতে পারে। সুতরাং দেরি না করে সত্ত্বর চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
রোগনির্ণয়
ডায়াগনোসিসের ক্ষেত্রে কতকগুলি প্রশ্ন ভীষণই প্রাসঙ্গিক—
 কত দিন থেকে কাশি চলছে?
 কত দিন থেকে রক্তপাত হচ্ছে?
 কতটা পরিমাণ রক্তপাত হচ্ছে?
 দিনে কতবার এমন হচ্ছে?
 আগে কখনও এমন হয়েছে কি না?
 আনুষঙ্গিক অন্যান্য উপসর্গ যেমন— জ্বর, বুকে ব্যথা ইত্যাদি আছে কি না?
 আগে কোনও দিন টিবি জাতীয় রোগ হয়েছে কি না?
 ডায়াবেটিস আছে কি না?
 কোনও কারণে অ্যাসপিরিন বা ক্লোপিটোগ্রেল জাতীয় ওষুধ খাচ্ছেন কি না?
 ধূমপানের অভ্যেস আছে কি না? থাকলে তা কতদিনের এবং কী পরিমাণে?
সঠিকভাবে ইতিহাস বলতে পারলে অভিজ্ঞ চিকিৎসকেরা তা থেকেই অনেকটা কারণ আন্দাজ করতে পারেন। সাধারণত রোগীর যেসব পরীক্ষা করানো হয়ে থাকে—
 বুকের এক্স-রে
 সিটি স্ক্যান
 ব্রঙ্কোস্কোপি
 ব্রঙ্কোস্কোপি থেকে প্রাপ্ত রসের নানা রকমের পরীক্ষা।
 কফের পরীক্ষা—টিবি এবং ক্যান্সারের জন্য
 প্রয়োজনে বায়োপ্সি
 এছাড়া রক্তের রুটিন পরীক্ষা তো আছেই
 প্রয়োজনে এন্ডোস্কোপিও করা হয়।
কাশি ও বমিতে রক্তের পার্থক্য
অনেকক্ষেত্রে কাশির সঙ্গে আসা রক্ত (হাইমোপটিসিস) এবং বমির সঙ্গে আসা রক্তের (হাইমোটেমেসিস) পার্থক্য নির্ণয় করা দুষ্কর হয়ে পড়ে। তবে সতর্কভাবে কিছু নজর রাখলে পার্থক্য বুঝতে অসুবিধে হয় না—
কফে রক্ত
 রক্ত টকটকে লাল।  সাধারণত খাবারের কণা মিশ্রিত থাকে না।
 সঙ্গে থাকে কাশি, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর জাতীয় অন্যান্য উপসর্গ।
বমিতে রক্ত
 রক্ত মেটে, কফি রঙের হয়।
 অনেকক্ষেত্রেই খাবারের কণা মিশ্রিত থাকে।
 সঙ্গে থাকে পেটে ব্যথা, ক্ষুধামান্দ্য, বুক জ্বালা, কখনও কালো পায়খানার ইতিহাস।
তাই সবশেষে বলা, কাশিতে রক্ত বেরলেই ফেলে না রেখে সরাসরি চিকিৎসকের কাছে যান। মনে বিশ্বাস রাখুন, সঠিক চিকিৎসায় সেরে ওঠা যায়।
03rd  January, 2019
বিষের নাম প্লাস্টিক

বাজার করতে হলে প্লাস্টিকের ব্যাগ, মিষ্টির প্যাকেটও প্লাস্টিকের, জলের বোতল, এমনকী খারাপ থালা-গ্লাসও প্লাস্টিকের। দৈনন্দিন জীবনের একেবারে গভীরে ঢুকে গিয়েছে পলিথিনের ব্যবহার। ব্যবহারও করছি কিচ্ছু না ভেবে। আমাদের অজান্তেই এভাবে প্লাস্টিক ক্রমশ গ্রাস করছে গোটা পৃথিবীটাকেই। সেইদিন দূরে নয় যখন প্লাস্টিকই প্রাণহীন করে ফেলবে নীল গ্রহকে। প্লাস্টিকের সর্বগ্রাসী দূষণ রুখতে বিকল্প পথ কী? জানালেন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সহযোগী অধিকর্তা ও বায়ুদূষণ নজরদারি বিভাগের প্রধান দীপঙ্কর দাস।
বিশদ

10th  January, 2019
দেরি করে ঘুম থেকে
ওঠার বিপদ কী কী?

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে নানা মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞানীরা এই সংক্রান্ত গবেষণার জন্য চার ধরনের মানুষকে বেছে নিয়েছিলেন। তাঁরা হল, যাঁরা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যাঁরা মাঝে মধ্যে সকালে ওঠেন, যাঁরা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যাঁরা প্রতিরাতে নিয়মিত রাত জাগেন।
বিশদ

10th  January, 2019
হিমোফিলিয়া সোসাইটির উদ্যোগ

হিমোফিলিয়া সোসাইটি দুর্গাপুর চ্যাপ্টারের মহিলাদের পক্ষ থেকে হিমোফিলিয়ায় আক্রান্ত ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে দু’দিন ব্যাপী শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল— ‘মানসিক-সামাজিক কাউন্সেলিং এবং ফিজিওথেরাপির গুরুত্ব’।
বিশদ

10th  January, 2019
ত্বকের স্বাস্থ্য ধ্বংস করছে
স্মার্টফোনের পর্দা

কেউ যদি ভেবে থাকেন ঘরবাড়ি বা অফিস-আদালতে টয়লেটই হল সবচেয়ে নোংরা জায়গা, যেখানে জীবাণুরা মনের আনন্দে নেচে বেড়ায়, তাহলে তিনি নিজের স্মার্টফোনটা একবার পরীক্ষা করিয়ে নিতে পারেন। কারণ আপনার খালি চোখ সেটা ধরতে পারবে না।
বিশদ

03rd  January, 2019
 অটিজম নিয়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালের এক রিপোর্টে জানাচ্ছে, সারা বিশ্ব জুড়ে প্রতি ১৬০ জন বাচ্চার মধ্যে ১ জন স্নায়ু এবং বিকাশজনিত রোগ অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে (এএসডি) আক্রান্ত। ভারতের ক্ষেত্রে চিত্রটা আরও দুর্ভাগ্যজনক।
বিশদ

03rd  January, 2019
টিবিতেও আইভিএফ

জেনিটাল টিবি’তে আক্রান্ত হওয়ার পরও কি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তানধারণ সম্ভব? হ্যাঁ, এমনটাই বলছে কলকাতার ইন্দিরা আইভিএফ হাসপাতাল। সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এক প্রেস বিবৃতিতে জানানো হয়, টিবি সাধারণত ফুসফুসকে আক্রান্ত করে।
বিশদ

03rd  January, 2019
 সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে সেমিনার

  ইন্টারনেটের দৌলতে ফেসবুক, ট্যুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার প্রতিদিন বেড়েই চলেছে। সমস্যা হল, অনেকের ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার চলে যাচ্ছে নেশার পর্যায়ে। সম্প্রতি ব্রেনমাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরো-সাইকিয়াট্রি ক্লিনিকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের উপর একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল।
বিশদ

03rd  January, 2019
দৃষ্টি ফেরাল দৃষ্টিদীপ

প্রতিদিনের মতো সেদিনও ছেনি-হাতুড়ি নিয়ে কাজ করছিলেন পেশায় রাজমিস্ত্রি প্রবীর দাস। হঠাৎই ঘটে গেল অঘটন। চোখে একটি ছোট লোহার টুকরো ঢুকে হল ইন্টারনাল হেমারেজ। দৃষ্টিশক্তি হারানোর জোগাড়! এমন পরিস্থিতিতে ডানকুনির দৃষ্টিদীপ আই হাসপাতালের ডাঃ সুবিজয় সিনহা করলেন জটিল সার্জারি।
বিশদ

03rd  January, 2019
একনজরে
 সিডনি, ১১ জানুয়ারি: এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মুকুট সদ্য তাঁর মাথায় উঠেছে। তবু অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামার আগে মন ভালো নেই বিরাট কোহলির। চোখে মুখে ধরা পড়েছে বিষণ্ণতার ছাপ। খানিক অপ্রস্তুতও বটে। ...

সংবাদদাতা, বিষ্ণুপুর: দীর্ঘ ৮ বছর পর স্থায়ী পদে শিক্ষিকা পেয়ে বৈতল গার্লস হাইস্কুলে কার্যত উৎসবের আমেজ। ২০১১ সালে চালু হওয়া ওই হাইস্কুলে এতদিন কোনও স্থায়ী শিক্ষক ছিল না। অতিথি শিক্ষক দিয়ে স্কুল চলেছে।  ...

বিএনএ, চুঁচুড়া: বামেদের ডাকা ধর্মঘটের দিন কলেজে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় দলীয় কর্মীকে মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি ঘেরাও করল তৃণমূল। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন অযোগ্য ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি হয়েছিল আগে। হুগলির পুরশুড়ায় এক বেআইনি অর্থলগ্নি সংস্থার সেই কর্তা শেখ সারাফাত আলিকে অবশেষে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের সেবির বিশেষ আদালতে তোলা হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় যুব দিবস
১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম
১৯৩৪: মাস্টারদা সূর্য সেনের ফাঁসি
১৯৫০: কলকাতায় চালু হল চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬০ টাকা ৭১.২৯ টাকা
পাউন্ড ৮৮.২২ টাকা ৯১.৪৩ টাকা
ইউরো ৭৯.৬৯ টাকা ৮২.৭০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৬৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৯৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৪৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী ৩৯/১৫ রাত্রি ১০/৫। নক্ষত্র- পূর্বভাদ্রপদ ৫/৫০ দিবা ৮/৪৩, সূ উ ৬/২২/৫৮, অ ৫/৬/৩০, অমৃতযোগ দিবা ঘ ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে অস্তাবধি। রাত্রি ১/৪ গতে ২/৫০। বারবেলা ঘ ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৪ গতে ২/২৪ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি, কালরাত্রি ঘ ৬/৪৫ মধ্যে পুনঃ ৪/৪৩ গতে উদয়াবধি।
আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী রাত্রি ৫/৫১/২৯। উত্তরভাদ্রপদনক্ষত্র অহোরাত্র। সূ উ ৬/২৪/১, অ ৫/৪/৪২, অমৃতযোগ দিবা ঘ ৭/৬/৪৪ মধ্যে ও ঘ ৭/৪৯/২৮ থেকে ঘ ৯/৫৭/৩৮ মধ্যে ও ১২/৫/৪৮ থেকে ২/৫৬/৪২ মধ্যে ও ৩/৩৯/২৫ থেকে ৫/৪/৫২ মধ্যে এবং রাত্রি ১/৪/২২ থেকে ঘ ২/৫০/৫৫ মধ্যে। বারবেলা ১/৪/৩৩ থেকে ২/২৪/৩৯ মধ্যে, কালবেলা ৭/৪৪/৭ মধ্যে ও ঘ ৩/৪৪/৪৫ থেকে ৫/৪/৫২ মধ্যে, কালরাত্রি ৬/৪৪/৪৬ মধ্যে ও ঘ ৪/৪৪/১৬ থেকে ৬/২৪/১০ মধ্যে।
 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। বৃষ: দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় যুব দিবস১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম১৯৩৪: 'মাস্টারদা' সূর্য সেনের ফাঁসি১৯৫০: ...বিশদ

07:03:20 PM

ভর সন্ধ্যায় শ্যুটআউট পার্কসার্কাসে
ভর সন্ধ্যায় পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় গুলি করে খুন করা ...বিশদ

09:59:38 PM

কলকাতায় চিতা বাঘের চামড়া সহ ধৃত ২

শনিবার বিকালে উত্তর কলকাতার একটি বাড়ি থেকে চিতা বাঘের চামড়া ...বিশদ

06:20:00 PM

আইলিগ: নেরোকাকে ১-০ গোলে হারাল মোহন বাগান 

04:09:04 PM

পথ দুর্ঘটনায় জখম উঃদিনাজপুরের জেলাশাসক
পথ দুর্ঘটনায় জখম হলেন উঃদিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তবে ...বিশদ

04:05:22 PM