প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
পদ্ধতি : অ্যাভোকাডোর খোসা ছাড়িয়ে চামচের সাহায্যে ভেতরের অংশটি বের করে মিক্সিং ডিশে রাখতে হবে। এরপর এই ভেতরের অংশটা ভালো করে চামচের পেছনের দিকটি দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। যাতে কোনও দলা না থাকে। এরপর এরমধ্যে পাতিলেবুর রস, ভার্জিন অলিভ অয়েল, নুন, গোলমরিচ দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করতে হবে। প্রতিটি পাউরুটিতে এক টেবিল চামচ করে চিজ স্প্রেড মাখাতে হবে। পাউরুটির মধ্যে অ্যাভোকাডো মিশ্রণ দিয়ে তার ওপর স্মোকড স্যালমন দিতে হবে। ওপর থেকে ছোট করে কাটা লেটুসপাতা দিয়ে তার ওপর আবার আরেকটি পাঁউরুটি দিতে হবে। ঠিক যেভাবে স্যান্ডউইচ তৈরি করা হয়। এরপর ইচ্ছে করলে ছুরির সাহায্যে ত্রিকোণ শেপে স্যান্ডউইচ আকারে পাউরুটি কেটে নিতে পারো। তারপরে চারটি সার্ভিং ডিশে স্যান্ডউইচ পরিবেশন করো। সুস্বাদু এই স্যান্ডউইচও স্বাস্থ্যকর।