Bartaman Patrika
হ য ব র ল
 

মঙ্গলগ্রহে
জমি কিনবে? 

মঙ্গলগ্রহের মাটির তলায় নাকি জমে আছে বরফ। বরফ মানেই জল। জল মানেই প্রাণ! তাহলে কি লালগ্রহে মানুষ বাস করার মতো পরিবেশও গড়া সম্ভব? বিজ্ঞানীরা চালাচ্ছেন নিরন্তর গবেষণা। ফলাফল বেশ আশাজনক। লিখেছেন সুপ্রিয় নায়েক।
পৃথিবীর রসদ ফুরিয়ে আসছে ক্রমশ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অচিরেই মানুষকে অন্য গ্রহে চলে যেতে হবে। সেক্ষেত্রে কাছাকাছির মধ্যে মঙ্গলগ্রহ বোধহয় মন্দ হবে না। এমনিতেই ২০১২ সালে মঙ্গলে কিউরিওসিটি রোভার নামে একটি রোবট পাঠিয়েছিল মহাকাশ নিয়ে গবেষণাকারী কেন্দ্র নাসা। তারপর থেকে একটানা লাল গ্রহের নানা ছবি এবং ভিডিও পাঠিয়ে চলেছে কিউরিওসিটি।
সেই ছবি ও নানা তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন মঙ্গলে রয়েছে কাদামাটির স্তর। জলের উপস্থিতি ছাড়া কাদামাটির স্তর তৈরি হওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা আরও বলছেন, কোটি কোটি বছর আগে, বায়ুস্তরের চাপের কারণে মঙ্গলের মাটিতে জল থাকত। তবে এখন বায়ুমণ্ডলের স্তর হালকা হয়ে গিয়েছে। ফলে মাটির ওপরের স্তরে জল এলেও দ্রুত বাষ্পে বদলে যায়। এছাড়া বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে কোনও এককালে নদী বয়ে যেত। ছিল হ্রদ। কারণ নদীর তলায় যেমন বালি ও মাটি জমে এক ধরনের স্তর তৈরি করে, তেমনই পাথরে পরিণত হওয়া স্তরের দেখা মিলেছে মঙ্গলে। অতএব প্রাচীন কোনও যুগে মঙ্গলে যে প্রাণের অস্তিত্ব ছিল তা নিয়ে বহু বিজ্ঞানীই একমত। এমনকী তাঁরা বলছেন, এমন পাথুরে নদী উপত্যকাতেই পরীক্ষা চালালে মিলতে পারে প্রাণের সম্পর্কে তথ্য। আর তাই ২০২০ সালের ৩০ জুলাই পুনরায় মঙ্গলের উদ্দেশে পাঠানো হয়েছে ‘পারসিভারেন্স’ নামে আরও একটি রোবট যান। পারসিভারেন্স মঙ্গলের মাটি ছোঁবে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি।
বিজ্ঞানীরা পারসিভারেন্স’কে ‘রোবট বিজ্ঞানী’ বলছেন। কারণ গ্রহের পাথর, মাটি থেকে নমুনা সংগ্রহ করবে রোবটটি। তারপর তা বিশ্লেষণ করে দেখবে বহু যুগ আগে সেখানে প্রাণ ছিল কি না। এছাড়া এখনও কোনও প্রাণ থাকার কোনও সম্ভাবনা আছে কি না তাও বিশ্লেষণ করে বুঝবে সে। খুঁজে দেখবে মাটির নীচে আদৌ জলের অস্তিত্ব আছে কি না। এমনকী ভবিষ্যতে গ্রহটিতে মানুষ বাস করতে পারবে কি না তাও দেখার চেষ্টা করবে পারসিভারেন্স।
শোনা যাচ্ছে, ২০২২ সালে মঙ্গলে খুব উন্নত রোবট যান পাঠাতে পারে ইউরোপিয়ান স্পেস এজেন্সিও। অতএব প্রায় সব দেশের বিজ্ঞানীরা কোমর বেঁধে লেগেছেন মঙ্গলে প্রাণের প্রমাণ খুঁজতে।
এমনকী, এও জানা যাচ্ছে ২০৩৪-৩৫ সালের মধ্যে মঙ্গলের বুকে মানুষ পাঠাতে পারে নাসা। খবরে শোনা যাচ্ছে অ্যালিশা কারসন নামে একটি মেয়েকে মহাকাশচারী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অ্যালিশার বয়স এখন ১৯ বছর। ২০৩৪ সাল নাগাদ অ্যালিশা’র বয়স হবে ৩০ বছরের বেশি। মহাকাশে যাওয়ার জন্য তিরিশ বছর বয়স নাকি উপযুক্ত। মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ইতিমধ্যে নানা প্রস্তুতি নিয়ে ফেলেছে অ্যালিশা। বিভিন্ন স্পেস ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে সে। শিখেছে স্প্যানিশ, ফরাসি আর চীনা ভাষা। এক সাক্ষাৎকারে অ্যালিশা জানিয়েছে, মঙ্গলে যাওয়ার জন্য সে অনেক কিছু ত্যাগ করেছে। জানা যাচ্ছে অন্যান্য বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকেও মঙ্গলে যাওয়ার ব্যাপারে অ্যালিশার সঙ্গে কথা বলা হয়েছে।
আবার বিভিন্ন সংবাদ সূত্র খবর, স্পেস-এক্স নামে একটি বেসরকারি সংস্থাও ২০২৬ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর ব্যাপারে প্রবল উৎসাহী! এমনকী তারা মঙ্গলে মানুষ পাঠানো এবং ফেরত আনার সম্পর্কেও ভাবছে। স্পেসএক্স নামে সংস্থাটির পক্ষ থেকে এও বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক চললে ২০৫০ সালের মধ্যে অন্তত দশ লক্ষ মানুষকে তারা মঙ্গলে পাঠাতে পারে। আর এই কাজের জন্য ভবিষ্যতে প্রতিদিন তিনটি করে রকেট পাঠানোর ভাবনাচিন্তাও রয়েছে তাদের। মঙ্গলে পাঠানো মানুষের জন্য চাকরির বন্দোবস্তও করা হবে। অবশ্য, সবকিছু এখনও নিশ্চিত নয়। তবে অবাক হওয়ার কিছু নেই। সেই দিনও হয় তো দূরে নয় যখন সত্যিসত্যিই দলে দলে মানুষ মঙ্গলের পানে যাত্রা করবে।
ঘটনা হল, মঙ্গলের বুকে অক্সিজেনের মাত্রা খুব কম! সেখানে মানুষ থাকবে কীভাবে? কেমনই বা হবে বাড়ি ঘর?
২০১৫ সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা থ্রি-ডি প্রিন্টেড হ্যাবিট্যাট চ্যালেঞ্জ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল মঙ্গলে মানুষ বসবাসের উপযোগী বাসস্থানের পরিকল্পনা ও নকশা তৈরি করা। গতবছর এই প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নিউইয়র্কের টিম সার্চ+/ এপিস কোর। এই টিমের তৈরি পরিকল্পনা অনুযায়ী প্রথমে মঙ্গলে পৌঁছে যাবে একটি যান। এই যানের একটি অংশ থেকে রোবট এবং থ্রি-ডি প্রিন্টার মেশিন বেরিয়ে আসবে। এই থ্রি ডি প্রিন্টার মেশিনই তৈরি করবে মঙ্গলে বসবাসকারী উপযুক্ত বাসস্থান। অর্থাৎ ছাপাখানায় যেমন বই ছাপার যন্ত্র থাকে, তেমনই রেডিমেড বাড়ি তৈরি করবে বিশেষ ধরনের যন্ত্র!
তবে মঙ্গলে বায়ুমণ্ডলের চাপ কম। তাই বাড়ি তৈরি হলে, সেই বাড়ির ভিতরের বাতাস স্বাভাবিকভাবে ভারী হবে। ফলে সেই বাতাস দেওয়াল ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইবে। তাই বাড়ির আকৃতি করা হবে অনেকটা উলটে রাখা ডুগডুগির মতো। ফলে বাতাসের চাপে হুট করে বাড়ির দেওয়ালে ফাটল ধরবে না। এছাড়া অতিবেগুনি রশ্মি যাতে বাড়ির ভিতরে ঢুকে ক্ষতি করতে না পারে তার দিকেও আলাদা করে নজর দিতে হয়েছে। পাঁচতলা ইমারতে থাকবে গবেষণাগার, রান্নাঘর, টয়লেট, স্নানঘর, শোওয়া এবং বসার ঘর। এছাড়া শরীরচর্চার জন্য থাকছে চিলেকোঠার ঘর! চিলেকোঠার ওপরে থাকবে জলের ট্যাঙ্ক। জল শুদ্ধ করে বারবার ব্যবহার করার মতো উপযোগী ব্যবস্থাও থাকবে বাড়িতে। তবে বাড়ির বাইরে বেরলে পরতে হবে বিশেষ ধরনের পোশাক আর পিঠে থাকবে অক্সিজেন সিলিন্ডার।
প্রশ্ন হল এভাবে থেকে লাভ কী? গোটা গ্রহটাকে কি কোনওভাবে পৃথিবীর মতো করে নেওয়া যায় না? তাহলে নিশ্চিন্তে ফুটবল খেলা যাবে সেখানে! বিজ্ঞানীরা বলছেন মঙ্গল খুব শুকনো এবং ঠান্ডা গ্রহ। এছাড়া মঙ্গলে বায়ুমণ্ডলের চাপ খুব কম। আর তাই ওই গ্রহে মাটির উপরে জল থাকে না। কোনওভাবে বায়ুমণ্ডলকে ভারী করতে পারলে জল ধরে রাখা সম্ভব। আর জল থাকা মানেই প্রাণের সম্ভবনা তৈরি হওয়া। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলকে ভারী করতে হলে মঙ্গল গ্রহের দুই মেরুতে জমে থাকা শুকনো বরফকে গলাতে হবে। শুকনো বরফ কিন্তু কার্বন ডাই অক্সাইড জমে তৈরি হয়। শুকনো বরফ গলাতে পারলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশবে মঙ্গলের বায়ুমণ্ডলে। কাবর্ন ডাই অক্সাইড গ্রিন হাউজ এফেক্ট তৈরি করে। অর্থাৎ বায়ুমণ্ডলে থাকা সিও-টু উষ্ণতা ধরে রাখে। ফলে ধীরে ধীরে মঙ্গলের বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়বে। মাটির নীচে থাকা বরফ গলবে। জল বেরিয়ে আসবে। সেই জল বাষ্প হয়ে আকাশে উঠবে ও বৃষ্টি হবে। হবে তুষারপাতও। একসময় মঙ্গলও হয়ে উঠবে সুজলা-সুফলা। প্রাণের সঞ্চার হওয়ার পর মঙ্গলকে দেখতে লাগবে অনেকটা সবুজ রঙের গ্রহের মতো!
মঙ্গলে না হয় বাস করা যাবে। তবে তার জন্য তো সেখানে আগেভাগে জমি নিতে হবে। জানা যাচ্ছে, শ্রীরামপুরের বাসিন্দা, বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক দাস নামে এক বাঙালি যুবক এবং হোমিওপ্যাথি চিকিৎসক মঙ্গলে এক একর জমিও কিনেছেন! ‘একটি সংস্থা মঙ্গলের জমি বিক্রি করছিল। এক একর জমির দাম মাত্র তিন হাজার টাকা। বেশ সস্তা। তাই কিনে নিলাম।’ জানিয়েছেন শৌনক। মঙ্গলের ঠিক কোথায় তাঁর জমি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ দিয়ে সেই জায়গা নির্দিষ্ট করে শৌনকের কাছে জমির দলিলের সফট কপি চলে এসেছে। শৌনক বলেন, ‘কবে যেতে পারব জানা নেই। তবে কিনে রাখা গেল। একসময় নিশ্চয় ঘুরে আসা যাবে!’
তথ্য ও ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে 
06th  September, 2020
প্রীতিলতা ওয়াদ্দেদারের ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার প্রীতিলতা ওয়াদ্দেদার। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

20th  September, 2020
ঘুমকাতুরে চোর
অভীক বসু

ভরদুপুরে করতে চুরি
যেই ঢুকেছে ঘরে,
ছোটকাকা পেছন থেকে।
জাপটে গিয়ে ধরে।  বিশদ

20th  September, 2020
মনের  পাখি ও
ভূতনাথ  স্যার
বাণীব্রত চক্রবর্তী 

বিকেলবেলায় স্কুলের দালানে দাঁড়িয়ে নিশিদাদা ঢং ঢং করে ছুটির ঘণ্টা বাজায়। ঠিক তখনই স্কুল কম্পাউন্ডের নিমগাছের ডালে বসে একটা টিয়াপাখি সবুজ ডানা ঝাপটায় এবং লাল টুকটুকে ঠোঁট বাড়িয়ে নিমফল খায়। ইদানীং রোজ টিটো পাখিটাকে দেখতে পাচ্ছে।  বিশদ

20th  September, 2020
অ্যাভোকাডো অ্যান্ড স্মোকড স্যামন স্যান্ডউইচ 

 ব্রাউন অথবা হোয়াইট ব্রেড (পাউরুটি) ৮টি, চিজ স্প্রেড ৮ টেবিল চামচ, অ্যাভোকাডো ৩০০ গ্রাম, স্মোকড স্যামন ২৫০ গ্রাম, পাতিলেবুর রস ১ চা চামচ, ভার্জিন অলিভ অয়েল ২ টেবিল চামচ, লেটুসপাতা সামান্য, নুন স্বাদ অনুযায়ী, গোলমরিচ আন্দাজমতো, সার্ভিং ডিশ ৪টি, মিক্সিং ডিশ -১টি, ছোট চামচ ১টি, ছুরি ১টি। বিশদ

13th  September, 2020
ওভারনাইট ওটস 

 ওটস ১০০ গ্রাম, ইয়োগার্ট ২৫০ গ্রাম, মধু ৫০ গ্রাম, মিক্সড ড্রাই ফ্রুটস খুব ছোট করে কাটা (আমন্ড, রেসিন, ওয়ালনাট, কাজু) ৫০ গ্রাম, আপেল-আঙ্গুর- পাকা পেঁপে সব মিলিয়ে (ছোট টুকরো করা) ১০ গ্রাম, সেরামিকের মিক্সিং বোল ১টি, সার্ভিং বোল ৪টি, চামচ ১টি। বিশদ

13th  September, 2020
ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় দশম শ্রেণীর অঙ্ক।  পরামর্শে ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক শ্যামল বিশ্বাস। বিশদ

13th  September, 2020
সেদিনের শিশুশিল্পীরা 

তোমাদের মতো  বয়সে যারা সিনেমায় অভিনয় করে মন জয় করেছিল সেই সব শিশুশিল্পীর কথা তোমাদের জানাচ্ছেন ড. শঙ্কর ঘোষ। বিশদ

13th  September, 2020
মার্কশিট
জীবজগতে সংবহণ একটি
গুরুত্বপূর্ণ ও বিচিত্র পদ্ধতি 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় নবম শ্রেণীর জীবনবিজ্ঞান।
ভাবতে অবাক লাগে তালগাছ, ‘একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি দেয় আকাশে’। মাটি থেকে ৬০ বা ৭০ ফুট উঁচু সেই গাছের মাথায় জল পৌঁছয় কী করে? বাতাসের চাপে সেই জল তো এতদূর ওঠার কথা নয়। কী হয় তাহলে?
বিশদ

06th  September, 2020
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছোটবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

30th  August, 2020
গুরু শিষ্যের অপূর্ব মেলবন্ধন 

৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস— সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিন। প্রতি বছর এই দিনটা এলেই মনে হয়, ‘সেই ট্র্যাডিশন সমানে চলেছে’। ছাত্রাবস্থায় এবং শিক্ষক জীবনে, দুই ক্ষেত্রেই এই দিনটি কেমন যেন মনের গভীরে একটা চিরস্থায়ী আসন করে নিয়েছে।  বিশদ

30th  August, 2020
গুরুকে জানাই প্রণাম 

আমার সুবিধা অসুবিধা সব জানেন গুরুজি
 সেই ফেব্রুয়ারি মাসে গুরুজির সামনে শেষ বসেছিলাম তালিম নিতে। তারপর করোনার জন্য বাড়িতে আর গানের তালিম হবে কিনা বুঝতে পারছিলাম না। এপ্রিল মাসে গুরুজি ফোন করলেন।  
বিশদ

30th  August, 2020
আমরা করব জয়

জীবনের প্রথম বড় পরীক্ষা। ভয় তো একটু করেই। তার ওপর করোনা মহামারীর কারণে প্রায় ছ’মাস স্কুল, টিউশন বন্ধ। অনলাইন ক্লাসে অভ্যস্ত হতে হতেই এগিয়ে আসছে পরীক্ষা। ভয় পেলে তো চলবে না। সব প্রতিকূলতা জয় করে এগতে হবে। তোমাদের কয়েকজন বন্ধু জানাল কী ভাবে তারা প্রস্তুত হচ্ছে পরীক্ষার জন্য। বিশদ

23rd  August, 2020
 পড়া পড়া খেলা

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি তোমাদের জন্য হাজির করেছে গল্পের বইয়ের অগাধ সম্ভার। লাইব্রেরির ডিরেক্টরের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

23rd  August, 2020
ভৌতবিজ্ঞানের ‘অ্যাসিড, ক্ষার,
লবণ’ অধ্যায়টি গুরুত্ব দিয়ে পড়

 তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান। পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ভৌতবিজ্ঞানের শিক্ষক স্নেহাংশু দে। বিশদ

23rd  August, 2020
একনজরে
১০০ দিনের কাজ প্রকল্পে রায়দিঘির মথুরাপুর ২ ব্লকে পাতিলেবু ও আনারসের গ্রাম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরও এই কাজে নামানো হবে। বিডিও ...

 বিরোধীদের যাবতীয় আপত্তি অগ্রাহ্য করে কৃষি ও কৃষকদের স্বার্থ সম্পর্কিত তিনটি বিল গাজোয়ারি করে সংসদে পাশ করিয়েছে মোদি সরকার। প্রতিবাদে গোটা বিরোধী শিবির দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। এনডিএ-র একাধিক শরিক দলও বেজায় ক্ষুব্ধ। ...

 চারদিকে জল বেষ্টিত ভূতনির চর দুষ্কৃতীদের ডেরা হয়ে উঠেছে। বেহাল যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সেখানে ঘাঁটি গাড়ছে। ...

 দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র সহ মালদহের ১১জনকে হন্যে হয়ে খুঁজছে এনআইএ। তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছে তারা। ওই দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র ডোমকল থেকে ধৃত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস
১৯৩৯- অভিনেতা ফিরোজ খানের জন্ম
১৯৪৬- ক্রিকেটার বিষেণ সিং বেদির জন্ম
১৯৬৯ - বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব মধু বসু ওরফে নাম সুকুমার বসুর মৃত্যু
১৯৯০- রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা তথা পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯২.১৯ টাকা ৯৫.৪৭ টাকা
ইউরো ৮৪.৫২ টাকা ৮৭.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৮৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,৫৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৭,১৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৭,২৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ আশ্বিন ১৪২৭, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, নবমী ৩৩/৬ রাত্রি ৬/৪৪। পূর্বাষাঢ়ানক্ষত্র ৩২/৩৩ রাত্রি ৬/৩১। সূর্যোদয় ৫/২৯/৪৮, সূর্যাস্ত ৫/২৬/৫৬। অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫৩ গতে অস্তাবধি। রাত্রি ৬/১৭ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫২ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৯ গতে ১১/২৮ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ৯/৫৮ মধ্যে।
৮ আশ্বিন ১৪২৭, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, নবমী রাত্রি ১০/৩১। পূর্বাষাঢ়ানক্ষত্র রাত্রি ১১/৬। অমৃতযোগ দিবা ৬/২২ মধ্যে ও ৭/৮ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৬ গতে ২/৫১ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৫/৫৯ গতে ৯/১৮ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/৩০ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে।
৭ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। বৃষ: ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিন
বিশ্ব ফার্মাসিস্ট দিবস১৯৩৯- অভিনেতা ফিরোজ খানের জন্ম১৯৪৬- ক্রিকেটার বিষেণ সিং ...বিশদ

04:28:18 PM

 আইপিএল: চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারাল দিল্লি ক্যাপিটাল

11:13:05 PM

আইপিএল: চেন্নাই ১০১/৪ (১৬ ওভার) 

10:49:48 PM

আইপিএল: চেন্নাই ৪৭/৩ (১০ ওভার) 

10:14:56 PM

 আইপিএল: চেন্নাই ২৬/১ (৫ ওভার)

09:51:00 PM