প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
পদ্ধতি : সেরামিক মিক্সিং বোলে ইয়োগার্ট এবং ওটস নিয়ে চামচের সাহায্যে ভালো করে তা মিশিয়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে তার সঙ্গে মধু মেশাতে হবে। এবার মিশ্রণের সঙ্গে ছোট ছোট করে কাটা সব ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মেশাও। এরপর চারটি বোলে মিশ্রণটি সমানভাবে দিয়ে তার ওপর কাটা আপেল, আঙ্গুর পাঁকা পেঁপে ছড়িয়ে দিয়ে পরিবেশন করো। পুষ্টিযুক্ত এই খাবার শরীরের জন্য অত্যন্ত উপকারী।