Bartaman Patrika
হ য ব র ল
 

বহু দূরের বন্ধু নিওওয়াইজ 

সূর্য অস্ত গেলেই দেখা দিচ্ছে বিরল অতিথি নিওওয়াইজ নামে ধূমকেতু। আপাতত খালি চোখেই দেখা যাচ্ছে তাকে। কোথা থেকে এল এই ধূমকেতু? কোন বিস্ময়ই বা লুকিয়ে রেখেছে নিজের বুকে? এমপি বিড়লা তারামণ্ডলের অধিকর্তা ডঃ দেবীপ্রসাদ দুয়ারি জানালেন সায়ন নস্করকে।

আকাশে রাখো চোখ
স্কুল বন্ধ। বন্ধুদের মন কেমন কেমন করছে নিশ্চয়ই! তবে মন খারাপ কোরো না। আজ তোমাদের এক খুশির খবর দেব। এই খবর জেনে সেই মতো কাজ করলে তুমি যা দেখবে, সেটা আগামী ৬ হাজার ৭৬৬ বছরেও কেউ দেখতে পারবে না! অবাক হলে? না, বেশি অবাক হয়ো না। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এমন অসংখ্য ঘটনা ঘটছে যা তোমাদের প্রতি মুহূর্তে অবাক করবে। হতবাক করবে। আজ এমনই এক অতি বিরল ঘটনার কথা বলছি শোনো।
আচ্ছা তোমরা আজ সূর্য অস্ত যাওয়ার সময় কে কী করছ? খুব কাজ আছে কি? না, থাকলে একবার বাবা-মাকে সঙ্গে নিয়ে ছাদে যেতে পারবে? ছাদে না পারলে অন্তত খোলা আকাশের নীচে দাঁড়াও। এবার আকাশের উত্তর পশ্চিম দিকে একবার তাকিও। ভালো করে দেখো, আকাশে লেজের মতো কিছু একটা ঝলমল করছে! একটু খুঁজলে নিশ্চয়ই চোখ পড়বে। হ্যাঁ, এই ঝলমলে লেজ নিয়েই আজকের লেখা। আকাশে অবাক করা এই লেজটি হল একটি ধূমকেতুর। সেই ধূমকেতুর বিজ্ঞানসম্মত নাম সি/২০২০-এফ থ্রি। তবে এত বড় নাম মনে রাখা একটু শক্ত। জ্যোতির্বিজ্ঞানীরাও বোঝেন এই সমস্যার কথা। তাই তাঁরা এই ধূমকেতুর অপর একটি নাম দিয়েছেন— নিওওয়াইজ।

বিস্ময়ের ধূমকেতু
আকাশের অসংখ্য বিস্ময়ের মধ্যে একটি হল ধূমকেতু। তোমাদের মধ্যে অনেকেই ভূগোল বইতে ইতিমধ্যেই ধূমকেতুর কথা জেনেছ। আবার অনেকে এখনও পড়ে ওঠনি। তাই সকলের জন্যই প্রথমে একবার ধূমকেতু নিয়ে ছোট্ট আলোচনা সেরে ফেলা যাক।
আমাদের সৌরজগতের একদম বহির্ভাগে তাপমাত্রা খুবই কম থাকে। এই জায়গায় অসংখ্য বরফের খণ্ড ভেসে বেড়ায়। এই বরফ খণ্ডগুলি জলীয় বরফ, কার্বন ডাই অক্সাইড বরফ এবং অ্যামোনিয়া বরফ দিয়ে গঠিত। এই বরফের টুকরোগুলি আমাদের সৌর জগতের আদিকালে পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে খেতে একসঙ্গে জুড়ে যায়। এক্ষেত্রে তাদের আয়তন হয় ১০ থেকে ২০ কিলোমিটারের মতো।
বরফের তৈরি এই তুষারখণ্ডই হল ধূমকেতু। নিজের উপবৃত্তাকার কক্ষপথে স্বাধীনভাবে সূর্যকে প্রদক্ষিণ করে ধূমকেতু। এভাবে অনবরত চলতে চলতেই অতিথির মতোই আমাদের দেখা দেয়। দেখা দিয়েই আবার চলে যায় নিজের মতো।

ধূমকেতুর ঝিলমিলে লেজ
আচ্ছা বন্ধুরা তোমাদের অনেকের মনেই নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ধূমকেতুর লেজটা কী? সেই লেজ জ্বলজ্বলই বা করে কেন? আসলে জমে থাকা অবস্থায় একটা ধূমকেতু ছোট আকারের হয়। অথচ কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের কাছাকাছি এসে পড়লেই সূর্যের তাপ ধূমকেতুর উপর প্রভাব ফেলে। এই সময়ে ধূমকেতুর বরফ গলতে শুরু করে। তার মধ্যে থেকে গ্যাস বেরিয়ে আসে। সেই ধূমকেতুর থেকে বেরিয়ে আসা ধুলো আর গ্যাস থেকেই তৈরি হয় লেজ। ধূমকেতুর মূল ভাগ থেকে তৈরি হয়ে সূর্যের বিপরীত দিকে ছড়িয়ে থাকে এই লেজ। আর সব থেকে অবাক করা তথ্য হল, এই লেজ কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর সেই কারণেই আমরা পৃথিবীতে দাঁড়িয়েও সুদূরের ধূমকেতুর লেজ দেখতে পাই। আর ধূমকেতুর লেজ জ্বলজ্বল করার পিছনেও রয়েছে সূর্যের কেরামতি। সূর্যের আলো এই ধুলো এবং ধোঁয়ার উপর প্রতিফলিত হয়। ফলে সেই লেজ ঝলমল করে।

নিওওয়াইজ আবিষ্কার
এতক্ষণে নিশ্চয়ই তোমারা ধূমকেতু সম্বন্ধে কিছুটা হলেও বুঝে নিয়েছ। এবার আমাদের বিরল অতিথি নিওওয়াইজের কথায় ফেরা যাক। এই বছরের ২৭ মার্চ আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা ন্যাশনাল এরোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংক্ষেপে নাসা তাদের একটি উপগ্রহের সাহায্যে মহাকাশের এক তুষার গোলক অতিথিকে আবিষ্কার করে। যেই উপগ্রহের মাধ্যমে ধূমকেতুটি আবিষ্কৃত হয় তার নাম নিওওয়াইজ। নাসার পক্ষ থেকে নিজেদের উপগ্রহের নাম অনুসারেই এই ধূমকেতুর নামকরণ করা হয়। আর এমন খবর জানার পরই বিশ্বের তাবড় জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনার সীমা রইল না। শুরু হয়ে গেল সুন্দরী নিওওয়াইজ পর্যবেক্ষণের তোড়জোড়।

নিওওয়াইজ দর্শন
১৪ জুলাই থেকে রোজই আকাশে খালি চোখে নিওওয়াইজের দেখা মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, সূর্য নামার পর আকাশের উত্তর পশ্চিমে তাকাতে হবে। আরও নির্দিষ্ট করে বললে, উত্তর পশ্চিম আকাশের দিগন্ত রেখার সামান্য উপরে তাকালেই এর দেখা মিলতে পারে। ১৪ জুলাইয়ের পরের ২০ দিন খালি চোখে এর দেখা মিলবে। প্রথম পর্যায়ে দিগন্ত রেখার কাছাকাছি থাকলেও ধীরে ধীরে আকাশে উপরের দিকে উঠতে থাকবে এই ধূমকেতু। নিওওয়াইজ আকাশে যত উপরের দিকে উঠবে তত বেশিক্ষণ সময় ধরে আকাশে এর দেখা মিলবে। ২২ জুলাই নিওওয়াইজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। এই সময় পৃথিবী থেকে তার দূরত্ব ছিল সাড়ে দশ কোটি কিলোমিটার। এই নির্দিষ্ট সময় পৃথিবী থেকে সবথেকে ভালোভাবে ধূমকেতুটিকে দেখা যায়। অবশ্য জুলাই মাসের শেষ পর্যন্ত অনায়াসে দেখা মিলবে তার। তবে আগস্টের শুরু থেকেই এই ধূমকেতু খুব দ্রুত গতিতে আমাদের ফেলে এগিয়ে যাবে। এই সময় নিওওয়াইজের দর্শন পেতে দূরবিন এবং টেলিস্কোপের বন্দোবস্ত করতে হবে। তাই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য একদমই সময় নষ্ট করা চলবে না। আগেই বলেছি, আপাতত নিওওয়াইজ দেখতে কোনও যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই দেখা মিলবে এই ধূমকেতুর। অবশ্য তোমাদের মধ্যে কারও যদি এই ধূমকেতুকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করার ইচ্ছে থাকে তবে দূরবিনে চোখ রাখতেই পারো। সবথেকে ভালো হয় টেলিস্কোপে চোখ রাখতে পারলে। তবে এই ধূমকেতুকে দেখার ক্ষেত্রে আরও একটা সমস্যা রয়েছে বন্ধুরা। ভাবছ কেন আবার সমস্যা? আসলে এটা জুলাই মাস। মোটের উপর বর্ষাকাল। এই নির্দিষ্ট সময়ে রাতের আকাশ বেশিরভাগ সময়ই থাকে মেঘাচ্ছন্ন। আর মেঘের আস্তরণ পেরিয়ে দূরের ঝলমলে ধূমকেতু দেখা সম্ভব নয়। তাই নিওওয়াইজ দেখতে গেলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। আজ না হলে কাল, কাল না পরশু...আকাশের দিকে পাখির চোখ রেখেই আমাদের নিওওয়াইজের মায়াবী রূপ দেখতে হবে।

আবার ৬৭৬৬ বছর পরে
পরিক্রমণকাল অনুযায়ী ধূমকেতুকে দুইভাগে ভাগ করা যায়— শর্ট পিরিয়ড কমেট এবং লং পিরিয়ড কমেট। পরিক্রমণের সময় দুশো বছরের কম হলে তাকে বলে শর্ট পিরিয়ড কমেট। এই শর্ট পিরিয়ড কমেট আসে কুইপার বেল্ট অঞ্চল থেকে। বিখ্যাত হ্যালির ধূমকেতু শর্ট পিরিয়ড কমেটের উদাহরণ। অপরদিকে লং পিরিয়ড কমেটের পরিক্রমণ কাল দুশো বছরের বেশি। এই ধূমকেতুরা আসে সৌরজগতের বহির্ভাগের উর্ট ক্লাউড অঞ্চল থেকে। নিওওয়াইজ হল একটি লং পিরিয়ড কমেট। বিজ্ঞানীরা জটিল সব অঙ্ক কষে হিসেব লাগিয়ে দেখেছেন, আজ থেকে ৬ হাজার ৭৬৬ বছর পর ফের সৌর জগতের অন্দরে আসবে এই ধূমকেতু। তাই বুঝতেই পারছ বন্ধুরা, ঠিক কতটা বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছ তোমরা! তাই আর দেরি নয়, বাবা-মাকে বলে রাখো। সন্ধের আকাশ পরিষ্কার থাকলেই আকাশ পানে মাথা তোলো। তারপর চোখ ভরে দেখে নাও মায়াবী নিওওয়াইজ। আকাশ ভরা সূর্য তারার মাঝে দাঁড়িয়ে বিস্ময় লাগবেই!
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে 
26th  July, 2020
ভয় কখনও হয়? 
শমীন্দ্র ভৌমিক

—পিসেমশাই! এই দুপুর রোদে হন্তদন্ত হয়ে ছুটলে কোথায়? কেমন একটু ভয়ের ছাপ তোমার মুখে?
—কই না তো?
—বললে হবে? তুমি দিলদার হাসি নিয়ে তোওবা থাকো পিসে। আজ মনটা একটু বিচলতি যেন!
—হ্যাঁরে। তোকে ঠিক বোঝাতে পারব না।  
বিশদ

02nd  August, 2020
ও করোনা 
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

সাগরপারের সাহেবসুবো ...
চকচকে খুব, ধপধপে আর ফর্সা!
ও করোনা, তাদের মেরে
বিলেত ছেড়ে দেখতে এলি বর্ষা? 
বিশদ

02nd  August, 2020
মন ভালো তো সব ভালো 

প্রায় সাড়ে চার মাস হয়ে গেল তোমরা গৃহবন্দি। এই অবস্থায় মন ভালো থাকার কথাও নয়। কিন্তু মন ভালো না থাকলে কোনও কাজই তোমরা ঠিক মতো করতে পারবে না। কীভাবে মন ভালো রাখা সম্ভব তার একগুচ্ছ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাঞ্জন পান।
বিশদ

02nd  August, 2020
মার্কশিট 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় অষ্টম শ্রেণীর ভূগোল। 
বিশদ

02nd  August, 2020
শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়টি গুরুত্ব দিয়ে পড়ো 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় নবম শ্রেণীর ইতিহাস। পরামর্শে বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা রীনা বন্দ্যোপাধ্যায়। বিশদ

26th  July, 2020
স্যালাড মারি অ্যান্টোনিট (৫ জনের জন্য) 

লাল বাঁধাকপির সরু লম্বা কুচি ১০০গ্রাম, ক্যাপসিকাম কুচি ৫০গ্রাম, স্প্রিং অনিয়ন (সবুজ অংশ) ১ ইঞ্চি করে কাটা, পার্সলে পাতাকুচি ১চা চামচ, কেপারস ১ চা চামচ, খোসা ছাড়ানো পেস্তা বাদাম ২ চা চামচ, বালসামিক ভিনিগার ১ টেবিল চামচ, অলিভ অয়েল বা স্যালাড অয়েল-১ টেবিল চামচ, সর্ষে গুঁড়ো ১\৪চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো ১\৪চামচ, লবণ ১\৪চামচ, মিক্সিং বোল-২টি, সার্ভিং ডিশ ৫টি, চামচ ১টি।  বিশদ

26th  July, 2020
স্ট্রবেরি সরবেট (৫ জনের জন্য) 

স্ট্রবেরি টুকরো ৩০টি, মধু ৩ টেবিল চামচ, ফ্রেশ পুদিনা পাতা ২ চা চামচ, স্কুপার ১টি, ডেজার্ট সার্ভিং কাচের গ্লাস ৫টি, টিফিন বক্স ১টি, কাপড়ের ন্যাপকিন ১টি। প্রণালী: প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে স্ট্রবেরিগুলো ধুয়ে নিতে হবে। স্ট্রবেরির সবুজ পাতাগুলো ফেলে দিতে হবে। এরপর সাবধানে সব স্ট্রবেরিগুলোকে লম্বাভাবে অর্ধেক করে কেটে নিতে হবে।  বিশদ

26th  July, 2020
প ছ ন্দে র ব ই, প ছ ন্দে র ব ই
আঙ্কল পোজারের মজাদার কাণ্ডকারখানা

জেরোম ক্লাপকা জেরোম (১৮৫৯-১৯২৭) আজ পরিচিত মুখ্যত ‘থ্রি মেন ইন অ্যা বোট’-এর স্রষ্টা হিসেবে। ‘হাসি মজা পনেরো’ বইটি যদি ‘থ্রি মেন ইন অ্যা বোট’-এর ভাষান্তর হয়, তাহলে তার এই নামকরণের মানে কী? বইটি হাতে পাওয়ার পর এমনই একটা প্রশ্ন জেগেছিল আমার মনে। 
বিশদ

19th  July, 2020
বিষয়গুলিকে ভালোবাসতে হবে 

এবার মাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ছাত্র অরিত্র মাইতি। কীভাবে পড়াশোনা করলে তার মতো ভালো ফল করতে পারবে জেনে নাও তার কাছ থেকেই। 
বিশদ

19th  July, 2020
বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো হতো 

আমি বরোদায় থাকি। নীভ প্রেপ স্কুলে জুনিয়র কেজিতে পড়ি। করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল অনেকদিন বন্ধ। এখন বাড়িতেই তাই কম্পিউটার স্কুলে পড়াশোনা করছি। সবাই বলছে অনলাইন ক্লাস। সেসব আমি জানি না। আমাদের এখন কম্পিউটার স্কুলেই পড়াশোনা হচ্ছে। 
বিশদ

19th  July, 2020
কফি আর কেক বানাতে শিখেছি 

লকডাউনের শুরুতে খুব মজায় ছিলাম। স্কুলে যাওয়ার তাড়া নেই। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার বালাই নেই। তবে কিছুদিন পর এই মজা সাজা হয়ে গেল। চার দেওয়ালে বন্দি। বাড়ির বাইরে পা রাখার জো নেই। উইকএন্ডে বাবা, মা, ভাইয়ের সঙ্গে মলে যাওয়া নেই। বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ নেই।  
বিশদ

19th  July, 2020
বোনের সঙ্গে ক্রিকেট খেলছি 

করোনার সংক্রমণ থেকে দূরে থাকতে লকডাউনেই থাকতে হবে বলে যেদিন জানতে পারলাম, প্রথমটা একদম ভালো লাগেনি। স্কুল যাওয়া বন্ধ। বাইরে খেলা বন্ধ। উইকএন্ডে বেড়ানো, সব বন্ধ। বাড়িতে বসে মোবাইলে গেম-খেলা বা টিভি দেখতে আমার ভালো লাগে না। 
বিশদ

19th  July, 2020
অনলাইনে গান শিখছি 

আমি বেঙ্গালুরুতে থাকি। শ্রীরমন মহাঋষি অ্যাকাডেমি ফর ব্লাইন্ডে অষ্টম শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলে অনলাইন ক্লাস এখনও শুরু হয়নি। কিন্তু প্রাইভেট অনলাইন ক্লাসগুলো সব শুরু হয়ে গিয়েছে। তাছাড়া আমার গানের অনলাইন ক্লাসও চলছে। 
বিশদ

19th  July, 2020
আমি আঁকতে ভালোবাসি

গত অক্টোবরে আমরা এসেছি সিমলায়। আমার বাবা চাকরি সূত্রে এখানে এসেছেন। খুব সুন্দর জায়গাটা । চোখের সামনে পাহাড় আর পাহাড়। ঝকঝকে শহর। দূরের পাহাড়গুলোকে কে যেন সাদা বরফের চাদরে ঢেকে দিয়েছে। নতুন স্কুলে ভর্তি হয়েই আন্যুয়াল পরীক্ষা দিতে হল আমাকে।
বিশদ

19th  July, 2020
একনজরে
অযোধ্যার রেশ এসে পড়ল রাজারহাটের নারায়ণপুরে। রামপুজোর প্রস্তুতি ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ...

তুফানগঞ্জ পুরসভা তহবিলের অভাবে উন্নয়নমূলক কোনও কাজ করতে পারছে না। করোনা পরিস্থিতিতে মার্চ মাসের শেষসপ্তাহে লকডাউন শুরু হতেই এই সমস্যা তৈরি হয়েছে।  ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে, সেগুলির কয়েকটির বাজার বন্ধকালীন দর। ...

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের রং লাগল সুদূর আমেরিকাতেও। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতরা রামমন্দিরের একটি ডিজিটাল ছবি নিয়ে ট্যাবলো সাজিয়ে রীতিমতো শহর পরিক্রমা করলেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM