খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
বাবল ব্লু’র প্রতিষ্ঠাতা সভাপতি নবনীতা বোস মুখোপাধ্যায় বলেন, বাবল ব্লু মন্তেশ্বরি পদ্ধতি অনুসরণ করে। প্রি স্কুল এবং ডে কেয়ারের ক্ষেত্রে সেরা শিক্ষাবিজ্ঞান মেনে চলা হয়। সেই সঙ্গে থিমভিত্তিক নানা ধরনের কাজকর্ম চলে বছরভর। প্রতিটি কেন্দ্রে আধুনিক পরিকাঠামো রয়েছে। আমাদের প্রি স্কুল ১৮ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়ের জন্য।