খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য বন্ধুসুলভ। তোমাদের শিক্ষক-শিক্ষিকাগণ যেভাবে তোমাদের পড়া তৈরি করাচ্ছেন সেভাবে পড়া তৈরি করবে। এক বছরে যে কেউ নিয়মিত লেখাপড়া করে, Model Questions solve করে অত্যন্ত সফল হতে পারে। প্রশ্নপত্রে ৩টে Section থাকে। Section A (Seen-Prose 12+ Poem 8 and Unseen 20) Section B (Grammar 12 + Vocabulary 8) এবং Section C (Writing Skill 30)।
Reading Comprehension (SEEN) এর জন্য প্রতিটি Prose & Poem বাড়িতে পড়ে Class-এ মন দিয়ে শুনবে আর সবটা বুঝে নেবে। Text-এর যে অংশগুলো Analytical (বিশ্লেষণমূলক) তা ভালো করে বুঝে নাও। না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবে। প্রশ্ন করলেই পড়ানোর মান বেড়ে যায়। Question-এর যে ধরনগুলো পরীক্ষায় আসে তা হল। (1) MCQ, (2) Chart type (Statement-Reason, Cause-Effect) (3) T/F with Supporting Sentence (4) Complete the following sentence এবং (5) Question-Answer.
বারবার পড়বে। Word গুলোর উচ্চারণ ও অর্থ শিখবে। English meaning এবং Synonymও খুব দরকার। ভালো করে reading পড়তে পারলে অনেক উপকার হবে।
Text book Bliss-এর Exercise করে corrction করবে। অবশ্যই অন্য Practice-এর বই থেকে Exercise করবে। তাহলেই Complete Practice হবে।
MCQ করার সময় sentenceটি ভালো করে বুঝে নাও। Complete the sentence এবং T/F এর Statementগুলোও মন দিয়ে বারবার পড়ে বুঝে নাও। Supporting Sentence-এর কোনও পরিবর্তন করবে না। একটি wordও নয়। Ques-Answer-এ Questions-এর tense অনুযায়ী Answer লিখবে। যেমন— What did Swami fail to decide about Samuel? Ans-এ লিখবে Swami failed to decide... (Questionটি Simple past-এ ছিল। তাই Answerটিও Simple past-এ লেখো।) Chart type-এ answer করা practice করলেই সঠিক হবে। Reading Comprehension (UNSEEN) -এর জন্য Test Papers, Grammar Composition এর বই ইত্যাদি ব্যবহার করতে হবে। প্রতি সপ্তাহে ৩টে Passage করবে। অজানা শব্দগুলো Passageটি 5-6 বার পড়লে আগে পরের sentence-এর প্রসঙ্গ ধরে বোঝা হয়ে যাবে।
Section B-Grammar এবং Vocabulary র জন্য (1) Forms of verbs (Tense-এর ব্যবহার) (2) Article & Preposition (3) Phrasal Verb এবং (iv) Do as directed (Voice, Narration, Change into complex or simple, Degree of comparison, Change of Parts of Speech) ভালো করে পড়বে।
Forms of Verbs-এর জন্য যে Sentence দেওয়া থাকবে তার Tense বুঝতে হবে।
Article এবং Preposition-এর ব্যবহার Grammar বই এবং যে কোনও ইংরেজি লেখা থেকে নিয়মিত শিখতে হবে।
Do as directed-এর জন্য Voice, Narration এর Rules শিখতে হবে। আর সবরকম Transformation Test papers করলেই Practice হয়ে যায়।
Phrasal Verb সঠিক select করলেই শুধু হবে না। Verb এর কোন Form-এ নিতে হবে সেটি লক্ষ রেখো। যেমন: The police officer is investigating the case. এর উত্তরে হবে The police officer is looking into the case. (List-এ ছিল look into)।
Vocabulary-তে দেওয়া 4টে meaning বারবার পড়ে বুঝে নাও। তাহলেই Unseen থেকে wordগুলো সঠিকভাবে select করতে পারবে।
Section C Writing Skill-এ তোমাদের ৩টে writing লিখতে হবে। প্রত্যেকটির জন্য খুব সুন্দরভাবে points দেওয়া থাকে। তোমাকে পরপর শুদ্ধ Sentence গঠন করতে হবে। যে Pointsগুলো বেশি important তা দিয়ে 2-3টে sentence লিখবে। প্রত্যেক রাইটিং-এর সঠিক ফর্ম-এর জন্য মার্কস বরাদ্দ থাকে। ২০২১ সালে তোমাদের জন্য Notice, Story writing এবং Letter (Letter to the editor, chairman, Headmaster, I.C. of Police Station, Post Master এবং Personal) খুব গুরুত্বপূর্ণ। Processও Practice করবে। বই থেকে প্রচুর Model answers পড়ে নিলে ভাষা শিখতে সুবিধে হয়। Grammatically correct sentence লেখারও সুবিধে পাওয়া যায়।
Notice Writing
Page-এর ওপরে মাঝখানে স্কুল বা ক্লাবের নাম এবং তার নীচে ঠিকানা লিখবে। তার ঠিক নীচে Capital-এ Notice কথাটি লিখবে। Notice-এর উদ্দেশ্য শিরোনাম (Headline) হিসেবে লিখবে। তার নীচে বাদিকে Ref. No. ও ডানদিকে Date দেবে। লেখা শেষ হলে ডানদিকে Signed (Sd/) ও Designation এবং বাঁদিকে Headmaster-কে দিয়ে Counter signed করতে হবে স্কুল Notice-এর ক্ষেত্রে।
Letter Writing
প্রত্যেক Letter-এর ৬টি অংশ। ১. The Heading (শিরোনাম), ২. The Salutation (সম্ভাষণ), ৩. The Body (চিঠির বিষয়বস্তু), 4. The subscription (বিদায় গ্রহণ), 5. The Signature এবং ৬. Superscription (পত্র প্রাপকের পুরো নাম এবং ঠিকানা)।
Story Writing
Story-র জন্য Outline দেওয়া থাকে। তা খুব ভালোভাবে পড়লেই গল্পটাকে দেখতে পেয়ে যাবে। কোনও একটি Point না বুঝলে গল্পটি তৈরি হবে না। সব সময় Past tense-এ গল্প লিখবে। গল্পকে প্রাণবন্ত করতে Direct Speech অবশ্যই ব্যবহার করবে।
পুরো Question paper solve করতেই Grammar অনুযায়ী sentence এর structure (subjeet+verb+object+complement), subjeet-verb agreement, auxiliary verb (Be-verb, Have-verb, Do-verb-এর সঠিক ব্যবহার, strong verb ও weak verb এর 1st, 2nd এবং 3rd form (Present, Past, Past Participle) জানা খুব দরকার। spelling খুব ভালোভাবে শিখবে। active /passive-এর সঠিক ব্যবহার করবে।