পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
তবে ‘ল্যান্ড অব অর্কিডস’ শুধু সৌন্দর্যের জন্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু তা কিন্তু নয়। এখানকার বাতাসে ভেসে বেড়ায় অশরীরীর আতঙ্কের গল্প। সবমিলিয়ে ভয়ঙ্কর সুন্দর। তেমনই এক প্রচলিত গল্প হল রহস্যময় এক কিশোরের। আর আতঙ্ক ছোঁয়াচে তাই শুধু স্থানীয়রাই নয় এই কাহিনি ফেরে পর্যটকদের মুখে মুখে। এই প্রসঙ্গে ‘ডেথ রোড’ এর কথা না বললেই নয়। ডাউ হিল রোড এবং বনদপ্তরের অফিসের মধ্যে অবস্থিত এই রাস্তা পরিচিত ‘মৃত্যুর রাস্তা’ নামে। এই রাস্তায় নাকি অনেকেই জনৈক কিশোরের মুণ্ডহীন শরীরের দেখা পেয়েছেন। তাঁদের দাবি, মুণ্ডহীন অশরীরীর আচমকা দেখা পেয়েছেন তাঁরা। কিন্তু ক্ষণিকের মধ্যেই সেই দেহ মিলিয়ে গিয়েছে কুয়াশায়।
তবে রহস্যের শেষ এখানেই নয়, কুয়াশার চাদরের মতো রহস্যের আস্তরণ ঘিরে রেখেছে এই ডাউ হিলকে। তেমনই আরও এক জায়গা ডাউ হিলের জঙ্গল। জঙ্গল বরাবরই আলো আঁধারি ঘেরা রহস্যময় এক ঠিকানা আর তার সঙ্গে অলৌকিক কাহিনি যোগ হলে যে তা অন্যমাত্রা পায় তা বলার অপেক্ষা রাখে না। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য ডাউ হিলের পাহাড়ি জঙ্গল অবশ্যই গন্তব্য। স্থানীয়দের বিশ্বাস, এই জঙ্গলে অশরীরীদের বাস। তাই জঙ্গলে গেলেই সবসময় একটা অস্বস্তি কাজ করে। মনে হয় অদৃশ্য কেউ সব সময় আগন্তুকদের উপর নজর রাখছে। আবার কেউ হঠাৎ হঠাৎ নাকি রক্তচক্ষুও দেখেছে। যেন শিকার ও শিকারির লুকোচুরি খেলা। সঙ্গে বিদেহী নারী আত্মার আনাগোনা। তাই অনেকেই এড়িয়ে চলেন এই চত্বর। আবার অনেকেই এই জঙ্গল সংলগ্ন ‘ডেথ রোড’-এ দেখেছেন অজ্ঞাতপরিচয় বৃদ্ধাকে। যিনি মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছেন কুয়াশায়। যেন তিনি এখানে
ছিলেনই না।
এই পাহাড়ি এলাকার রহস্যময় স্থানের তালিকায় আছে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আর ডাউ হিল গার্লস হাই স্কুল। অনেকের মতে, এই দুই ঠিকানায় তেনাদের বাস। ঠিক কী কারণে এই দুই জায়গা নিয়ে মানুষের সন্দেহ তা স্পষ্ট না হলেও একাংশের মতে, এখানে অতিপ্রাকৃত কার্যকলাপ ঘটে। যেমন শীতের সময় মাস চারেক স্কুল বন্ধ থাকলেও রাতের বেলায় চঞ্চল পায়ের শব্দে স্কুল চত্বর যেন জেগে ওঠে। স্থানীয়দের অনেকেই নাকি অশরীরী এমন কাণ্ডকারখানার সাক্ষী। স্বাভাবিকভাবেই এধরনের ঘটনা নিয়ে বিতর্ক থেকেই যায়।
তবে, সত্যি-মিথ্যা যাই হোক এধরনের কাহিনি যে একশ্রেণির মানুষকে সেই জায়গা সম্পর্কে বিশেষ আগ্রহী করে তোলে সে নিয়ে সন্দেহ নেই। তবে অ্যাডভেঞ্চারপ্রেমীদের ডাউ হিল হতাশ করবে না। অশরীরী চাক্ষুষ করার ভাগ্য শিকেয় ছিঁড়ুক না ছিঁড়ুক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করবেই।