ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
আরএমসিএ বসাক: বিয়েবাড়ির শাড়ি বা বিয়ে উপলক্ষে কেনা শাড়ির মধ্যে কাঞ্জিভরমের সম্ভার এখানে তাক লাগার মতো। পিওর সিল্কের উপর কাঞ্জিভরম পাবেন ৭২০০ টাকায়। আবার পিওর ব্রোকেডের কাঞ্জিভরম সিল্ক পাবেন ১২,৩০০ টাকায়। বেনারসির মধ্যেও নানা ভ্যারাইটি পাবেন এখানে। খাঁটি কাতান বেনারসি পাবেন ৯৮০০ টাকায়। ১৭,০০০-২০,০০০ টাকার মধ্যে নানা ভ্যারাইটির বিয়ের বেনারসি পাবেন।
আরএমজিসি বসাক: এখান থেকে বাছতে পারেন সিল্ক বোমকাই, ইক্কত, বালুচরী, গাদোয়াল, কাঞ্জিভরম ইত্যাদি। সিল্ক বোমকাইয়ের জন্য বাজেট রাখুন ৫০০০-৬০০০ টাকার মধ্যে। ইক্কত মিলবে ৭০০০-৮০০০ টাকায়। বালুচরীর মিলবে ৮৫০০-৯৫০০ টাকা রেঞ্জে। সিল্ক গাদোয়ালের দাম পড়বে ১০,২০০-১০,৫০০ টাকার মধ্যে। কাঞ্জিভরম মিলবে ৫০০০-৭০০০ টাকায়। এখানে বেনারসি মিলবে ৪৫০০ টাকা থেকে। ১২,০০০-১৭,০০০ টাকার রেঞ্জে নানা রকম নকশা ও রঙে ভারী কাজের বেনারসি পাবেন।
শ্রীনিকেতন: বেনারসির সম্ভারে এই বিপণি অন্যতম সেরা। বেনারসি করাচি বুট্টা পছন্দ হলে, এখানে তা মিলবে ৬৫০০ টাকা রেঞ্জে। বেনারসি কাপড়ের উপর মিনাকারি নকশা পাবেন ১৩,৪০০ টাকা রেঞ্জে। শ্রীনিকেতনে পশমিনা বেনারসি বেনারসি পাবেন ১৭,৬০০ টাকার কাছাকাছি দামে। এছাড়া এখানে পাবেন লেহেঙ্গা বেনারসি, সফট কাতান ও সিলভার কুইন। ৭৬০০ -৮০০০ টাকা রেঞ্জে পাবেন লেহেঙ্গা বেনারসি। সফট কাতান মিলবে ৯৬১০ টাকা দামে। পছন্দ করতে পারেন সিলভার কুইন বেনারসি। দাম পড়বে ৩৬৫০ থেকে ৪০০০ টাকার মধ্যে।