ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
কলকাতার কসবা এবং হাওড়া শিবপুর এলাকায় নিজেদের নতুন দু’টি আউটলেট খুলল গোদরেজ ও বোয়েস, গোদরেজ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। কলকাতা ও হাওড়ায় এই দুই স্টোরের উদ্বোধন করলেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় ও গোদরেজ ইন্টিরিও পূর্ব শাখার জেনারেল ম্যানেজার সায়ন দে। কসবার আউটলেটটি ৬ হাজার বর্গফুট এবং হাওড়ারটি ৪,৮৫০ বর্গফুটের। হাওড়ার স্টোরটি অবনী মলের কাছেই। অন্যটি দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের বোসপুকুরের কাছে। স্টোর দু’টির বিশেষত্ব হল যে এটি কিচেন সেগমেন্ট, ম্যাট্রেস, হোম স্টোরেজ এবং ফার্নিচারের গ্রাহকদের পছন্দসই ক্রাফটেড প্রোডাক্ট কেনার সুযোগ করে দেবে। এই দু’টি আউটলেটেই প্রতি কেনাকাটার উপর একটি করে আসবাব নিশ্চিত উপহার হিসেবে পাবেন ক্রেতারা। আউটলেট উদ্বোধন করতে এসে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘গোদরেজ ইন্টিরিওর সঙ্গে আমার যোগসূত্র সেই ছেলেবেলা থেকে। অনেকের মতো আমারও মনে হয় যে গৃহসজ্জা আমাদের ব্যক্তিগত রুচির পরিচায়ক। গোদরেজ ইন্টিরিও একমাত্র বিশ্বস্ত এবং কালজয়ী একটি ব্র্যান্ড যা আধুনিক নকশা ও সেরা গুণমান বজায় রেখেও দামকে বেঁধেছে সাধ্যের মধ্যে।’
বোরোলিন-এর বডি লোশন
হেমন্তের গোড়া থেকেই আপনার ত্বকের বাড়তি খেয়াল জোগাতে প্রস্তুত বোরোলিন। ম্যাঙ্গো বাটার দিয়ে তৈরি ‘বো বডি’ নামের নতুন এক লোশন সম্প্রতি বাজারজাত করেছে সংস্থাটি। ম্যাঙ্গো বাটারে রয়েছে ভিটামিন এ, সি ও ই — যা ত্বককে আর্দ্র ও নরম করে। ভিটামিন এ শরীরে কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে। এই প্রাকৃতিক প্রোটিনটিই ত্বকের নমনীয়তাকে ধরে রাখে। চামড়ায় বয়সের ছাপ পড়তে দেয় না। সংস্থার দাবি, এই লোশনে চটচটে ভাবও নেই, বরং রোদে বেরনোর আগে এটি মেখে নিলে তা সানস্ক্রিনের কাজ করবে। নতুন এই লোশনটি রিটেল দোকান ছাড়াও অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলিতেও পাওয়া যাচ্ছে। ১০০ মিলি-র প্যাকেটে মিলবে। অনলাইন কিনলে দু’টি ১০০ মিলির কম্বো প্যাক অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে দাম পড়বে ৩০০ টাকা।
হেডফোন ইভলভ২৭৫ আনল জাবরা
একটি উন্নতমানের হেডফোন বাজারজাত করল জাবরা। ইভলভ বিভাগের এই নতুন মডেলটির নাম ‘ইভলভ২৭৫’। সিন্থেটিক চামড়ার ডাবল প্যাড ডিজাইনের এই হেডফোন ব্যবহার করা আরামদায়ক। কানের চাপ কমিয়ে বায়ু চলাচলকে সহজ করে তোলে এই মডেলটি। জাবরার ইভলভ ২৬-এর তুলনায় এই মডেলটি আরও উন্নত বলেও মত সংস্থার। ইভলভ ২৬-এর চেয়ে ৭৫ শতাংশ বেশি বাইরের শব্দ চাপা দিতে পারে এই মডেল। এর মধ্যে ৮টি মাইক্রোফোন সেট করা রয়েছে। এর স্পিকার ও মাইক্রোফোন দুইয়ের প্রযুক্তিই খুব উন্নতমানের। একবার পুরো চার্জ দিয়ে এটি ব্যবহার করলে টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত গান ও ২৫ ঘণ্টা অবধি কথা বলা সম্ভব। যে কোনও অনলাইন মিটিং বা ক্লাস, এডিটিংয়ের কাজ, রেকর্ডিং ইত্যাদি ক্ষেত্রে এই হেডফোন অন্যান্য মডেলের চেয়ে বেশি কার্যকরী বলে দাবি সংস্থার। দাম পড়বে ২৫,৯৭০ টাকার কাছাকাছি।
রিবক-এর দু’জোড়া নতুন রানিং শ্যু
রানিং শ্যু বিভাগে দু’টি নতুন মডেলের জুতো বাজারজাত করল রিবক। মডেলগুলোর নাম নিউ ফ্লোটরাইড এনার্জি ও নিউ লিকুইফেক্ট ১৮০। নিউ ফ্লোটরাইড এনার্জির অন্যতম বৈশিষ্ট্য হল এটি খুব হালকা ওজনের। রানিং শ্যু বিভাগে এত হালকা ওজনের জুতো সচরাচর দেখা যায় না। বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এটি পরলে পা ঘামে না, গরম লাগে না। এর নকশা যেমন সুন্দর, তেমনই এই জুতোর উপকরণও টেকসই। দাম ধার্য হয়েছে ৮,৯৯৯ টাকা। অন্য মডেল লিকুইফেক্ট ১৮০-রও কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। এর সেলাই ও নকশা টেকসই তো বটেই, আবার বিশেষ প্রযুক্তিতে কুইল্টেড ডেকো সেলাই করা বলে এটির উপরের অংশ থেকে বাইরের দিকের সোল পর্যন্ত ৩৬০ ডিগ্রি নড়াচড়া করতে পারে সহজেই। তাই পায়ে ব্যথা হওয়া বা শক্ত লাগার কোনও কারণই নেই। এর ভিতরের সোলে হিলের জায়গায়টি ইনজেক্টেড পলিইউরিথেন দিয়ে তৈরি হওয়ায় চলাফেরা অনেক আরামদায়ক হয়। অকারণে হিলে বাড়তি চাপ পড়ে না। এই মডেলের দাম ৬৫৯৯ টাকা।
হ্যাফেল’স-এর হাত ধরে নয়া ওয়ার্ডরোব
আলমারির কোন খাঁজে কী রাখা আছে, তা তাড়াহুড়োয় মনে পড়ে না? কিংবা কিছু একটা বের করতে গেলে হুড়মুড়িয়ে অনেক কিছু পড়ে যায়? বেশি জায়গা জুড়ে থাকবে না, আবার তাড়াহুড়োয় হাতের কাছেই মজুত থাকবে প্রয়োজনীয় পোশাকটি— এমন একটি ওয়ার্ডরোব বোধহয় সকলেই চান। ওয়ার্ডরোবের দুনিয়ায় এমনই নকশা এনেছে ডিজাইনিং সংস্থা হ্যাফেল’স। নতুন ধরনের এই ওয়ার্ডরোব নকশার ট্যাগ লাইনটিও চমৎকার। ‘ওয়াক ইন ওয়ার্ডরোব’। বিভিন্ন ধরনের ক্যাবিনেট, খোলামেলা পরিসর, সেন্সর লাইট ওয়ার্ডরোবটির নকশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ওয়ার্ডরোবটি প্রায় পুরোটাই মডিউলার ধরনের। ঘরের আকার যেমনই হোক, তা সেট করা যাবে। একটি ছোট কোণ পেলেও তাতে সাজিয়ে তোলা যাবে এমন ওয়ার্ডরোব। চিরাচরিত আলমারির মতো দেখতে নয়। কতগুলো গাঢ় বাদামি রঙের অ্যালুমিনিয়ামের ফ্রেম ও কাঠের ক্যাবিনেট দিয়েই এমন ওয়ার্ডরোব সাজিয়ে দেবে হ্যাফেল’স। ক্যাবিনেট ও ড্রয়ারের ভিতরগুলো স্পষ্ট করে দেখার জন্য সেন্সর লাইট তো থাকবেই। রোজের পোশাক, বেল্ট, ব্যাগ, জুতো রাখার যেমন আলাদা আলাদা শেলফ পাবেন, তেমনই পুলওভার, জ্যাকেট, ব্লেজার, সামার ও উইন্টার কোটের মতো (নিত্য কাজে লাগে না অথচ বেশ শৌখিন ও ভারী) পোশাকের জন্যও থাকবে আলাদা জায়গা। মেয়েদের ক্ষেত্রেও ডিজাইনার পোশাক ও ভারী পোশাকের জন্য ব্যবহার করতে পারবেন আলাদা শেলভ। ঘরের প্রচুর জায়গা বাঁচবে ও সহজেই পছন্দের পোশাকটির কাছে পৌঁছে যাওয়া যাবে— এটিই এই নকশার মূল লক্ষ্য। খরচ পড়বে ৮৪,৮০০ টাকার কাছাকাছি।
চার দরজার ফ্রিজ তৈরি করল স্যামসাং
চার দরজা বিশিষ্ট ফ্লেক্স বিসপোক ফ্রিজ বাজারজাত করল স্যামসাং। ভারতের বাজারে এর প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। প্রি-বুকিংয়ে ২০ শতাংশ ছাড়ও মিলছে। আধুনিক কিচেনের গেট আপকে আরও মোহময় করে তুলতে এই ফ্রিজের জুড়ি মেলা ভার। মোট তিনটি মডেলে এই বিসপোক রেফ্রিজারেটর পাবেন। ৬৭৪ লিটারের ফোর ডোর ফ্লেক্স ফ্যামিলি হাব মডেলটি গ্ল্যাম নেভি ও গ্ল্যাম হোয়াইট গ্লাস রঙের মিশেলে তৈরি। অন্য দুই ফ্যামিলি হাব মডেল যথাক্রমে ৮৫৬ ও ৯৩৪ লিটারের। ৮৫৬ লিটারের মডেলটি কালো কেভিয়ার মেটালের ও ৯৩৪ লিটার মডেলটি গ্ল্যাম নেভি ও গ্ল্যাম হোয়াইট গ্লাস রঙের।
এই ফ্রিজের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা রোজনামচায় অনেকটা সময় বাঁচাবে। একইসঙ্গে একাধিক কাজ করার বাড়তি সুযোগ করে দেবে। এই ফ্রিজে একটি ট্যাব সেট করা আছে। স্মার্ট থিং অ্যাপের মাধ্যমে এই ট্যাবের সঙ্গে প্রায় সবরকম ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনি। কাজেই ফোন ধরা থেকে শুরু করে ইউটিউব দেখা, গান শোনা থেকে প্রিয় টেলিভিশন শো সবই বজায় রাখতে পারবেন রান্নাঘরে থেকে। এই রেফ্রিজারেটরে পাবেন বহুবিধ তাক। বিভিন্ন বিভাগ। পছন্দের কেক রাখার জন্য যেমন আলাদা তাক আছে, রয়েছে বেকিং আইটেম আলাদা করে রাখার জায়গাও। আবার কাঁচা সব্জি, মাছ-মাংস, দুধ, নানা রকম বয়াম, স্যস কাউন্টার, স্যালাড ট্রে সবকিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা বিভাগ। শুধু তা-ই নয়, ফ্রিজের ভিতরে থাকা বেভারেজ বিভাগ থেকে সরাসরি জল নিয়েও খেতে পারবেন (ওয়াটার ডিসপেনসার)। পরিষ্কার ফিল্টার করা জল পাবেন ওখান থেকেই। দরকারে বেভারেজ বিভাগের তাপমাত্রা বাড়িয়ে-কমিয়ে জলের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবেন। অটো ফিল ওয়াটার পিচারের মাধ্যমে ফ্লেভার্ড বেভারেজ তৈরি থাকবে সবসময়। মানে, পছন্দের ফল কুচিয়ে জারে রেখে দিলেই চলবে। বেভারেজ তৈরির দায়িত্ব ফ্রিজের। মকটেলপ্রেমীদের জন্য রয়েছে ডুয়াল আইস ট্রে। কঠিন বরফ জমবে একদিকে। অন্যটিতে পাবেন চিবিয়ে খাওয়ার মতো নরম বরফ। সব জিনিসকে তাজা রাখতে ট্রিপল কুলিং সিস্টেমে চলবে এই রেফ্রিজারেটর। ৬৭৪ লিটারের দাম ১,৬৭,৯৯০ টাকা। ৮৫৬ লিটারের দাম ২,৬৯,৯৯০ টাকা ও ৯৩৪ লিটারের মডলটির দাম ২,৫৫,০০০ টাকা।
নতুন সাজে দক্ষিণাপণের ‘পূর্বশ্রী’
উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যেরই নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে। কেউ বিখ্যাত পোশাকে আবার কারও নামডাক হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রের জন্য। উত্তর পূর্ব ভারত বেড়াতে গেলে আমরা অনেকেই পছন্দের নানা জিনিস কাছের মানুষদের জন্য কিনে আনি। এবার কলকাতায় বসেই এগুলো পেতে পারেন আপনি। দক্ষিণাপণে সম্প্রতি ফের নতুন করে শুরু হল পূর্বশ্রী। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার হ্যান্ডিক্রাফট ও হ্যান্ডলুমের সম্ভার পাবেন এখানে। পূর্বশ্রী ফের নতুন সাজে সেজে ওঠায় খুশি শহরবাসী।