Bartaman Patrika
বিকিকিনি
 

 টুকরো  খবর

গোদরেজ ইন্টিরিও-র নতুন আউটলেট
কলকাতার কসবা এবং হাওড়া শিবপুর এলাকায় নিজেদের নতুন দু’টি আউটলেট খুলল গোদরেজ ও বোয়েস, গোদরেজ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। কলকাতা ও হাওড়ায় এই দুই স্টোরের উদ্বোধন করলেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় ও গোদরেজ ইন্টিরিও পূর্ব শাখার জেনারেল ম্যানেজার সায়ন দে।  কসবার আউটলেটটি ৬ হাজার বর্গফুট এবং হাওড়ারটি ৪,৮৫০ বর্গফুটের। হাওড়ার স্টোরটি অবনী মলের কাছেই। অন্যটি দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের বোসপুকুরের কাছে। স্টোর দু’টির বিশেষত্ব হল যে এটি কিচেন সেগমেন্ট, ম্যাট্রেস, হোম স্টোরেজ এবং ফার্নিচারের গ্রাহকদের পছন্দসই ক্রাফটেড প্রোডাক্ট কেনার সুযোগ করে দেবে। এই দু’টি আউটলেটেই প্রতি কেনাকাটার উপর একটি করে আসবাব নিশ্চিত উপহার হিসেবে পাবেন ক্রেতারা। আউটলেট উদ্বোধন করতে এসে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘গোদরেজ ইন্টিরিওর সঙ্গে আমার যোগসূত্র সেই ছেলেবেলা থেকে। অনেকের মতো আমারও মনে হয় যে গৃহসজ্জা আমাদের ব্যক্তিগত রুচির পরিচায়ক। গোদরেজ ইন্টিরিও একমাত্র বিশ্বস্ত এবং কালজয়ী একটি ব্র্যান্ড যা আধুনিক নকশা ও সেরা গুণমান বজায় রেখেও দামকে বেঁধেছে সাধ্যের মধ্যে।’ 

বোরোলিন-এর বডি লোশন
হেমন্তের গোড়া থেকেই আপনার ত্বকের বাড়তি খেয়াল জোগাতে প্রস্তুত বোরোলিন। ম্যাঙ্গো বাটার দিয়ে তৈরি ‘বো বডি’ নামের নতুন এক লোশন সম্প্রতি বাজারজাত করেছে সংস্থাটি। ম্যাঙ্গো বাটারে রয়েছে ভিটামিন এ, সি ও ই — যা ত্বককে আর্দ্র ও নরম করে। ভিটামিন এ শরীরে কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে। এই প্রাকৃতিক প্রোটিনটিই ত্বকের নমনীয়তাকে ধরে রাখে। চামড়ায় বয়সের ছাপ পড়তে দেয় না। সংস্থার দাবি, এই লোশনে চটচটে ভাবও নেই, বরং রোদে বেরনোর আগে এটি মেখে নিলে তা সানস্ক্রিনের কাজ করবে। নতুন এই লোশনটি রিটেল দোকান ছাড়াও অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলিতেও পাওয়া যাচ্ছে। ১০০ মিলি-র প্যাকেটে মিলবে। অনলাইন কিনলে দু’টি ১০০ মিলির কম্বো প্যাক অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে দাম পড়বে ৩০০ টাকা। 

হেডফোন ইভলভ২৭৫ আনল জাবরা
একটি উন্নতমানের হেডফোন বাজারজাত করল জাবরা। ইভলভ বিভাগের এই নতুন মডেলটির নাম ‘ইভলভ২৭৫’। সিন্থেটিক চামড়ার ডাবল প্যাড ডিজাইনের এই হেডফোন ব্যবহার করা আরামদায়ক। কানের চাপ কমিয়ে বায়ু চলাচলকে সহজ করে তোলে এই মডেলটি। জাবরার ইভলভ ২৬-এর তুলনায় এই মডেলটি আরও উন্নত বলেও মত সংস্থার। ইভলভ ২৬-এর চেয়ে ৭৫ শতাংশ বেশি বাইরের শব্দ চাপা দিতে পারে এই মডেল। এর মধ্যে ৮টি মাইক্রোফোন সেট করা রয়েছে। এর স্পিকার ও মাইক্রোফোন দুইয়ের প্রযুক্তিই খুব উন্নতমানের। একবার পুরো চার্জ দিয়ে এটি ব্যবহার করলে টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত গান ও ২৫ ঘণ্টা অবধি কথা বলা সম্ভব। যে কোনও অনলাইন মিটিং বা ক্লাস, এডিটিংয়ের কাজ, রেকর্ডিং ইত্যাদি ক্ষেত্রে এই হেডফোন অন্যান্য মডেলের চেয়ে বেশি কার্যকরী বলে দাবি সংস্থার। দাম পড়বে ২৫,৯৭০ টাকার কাছাকাছি।

রিবক-এর দু’জোড়া নতুন রানিং শ্যু
রানিং শ্যু বিভাগে দু’টি নতুন মডেলের জুতো বাজারজাত করল রিবক। মডেলগুলোর নাম নিউ ফ্লোটরাইড এনার্জি ও নিউ লিকুইফেক্ট ১৮০। নিউ ফ্লোটরাইড এনার্জির অন্যতম বৈশিষ্ট্য হল এটি খুব হালকা ওজনের। রানিং শ্যু বিভাগে এত হালকা ওজনের জুতো সচরাচর দেখা যায় না। বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এটি পরলে পা ঘামে না, গরম লাগে না। এর নকশা যেমন সুন্দর, তেমনই এই জুতোর উপকরণও টেকসই। দাম ধার্য হয়েছে ৮,৯৯৯ টাকা। অন্য মডেল লিকুইফেক্ট ১৮০-রও কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। এর সেলাই ও নকশা টেকসই তো বটেই, আবার বিশেষ প্রযুক্তিতে কুইল্টেড ডেকো সেলাই করা বলে এটির উপরের অংশ থেকে বাইরের দিকের সোল পর্যন্ত ৩৬০ ডিগ্রি নড়াচড়া করতে পারে সহজেই। তাই পায়ে ব্যথা হওয়া বা শক্ত লাগার কোনও কারণই নেই। এর ভিতরের সোলে হিলের জায়গায়টি ইনজেক্টেড পলিইউরিথেন দিয়ে তৈরি হওয়ায় চলাফেরা অনেক আরামদায়ক হয়। অকারণে হিলে বাড়তি চাপ পড়ে না। এই মডেলের দাম ৬৫৯৯ টাকা।

হ্যাফেল’স-এর হাত ধরে নয়া ওয়ার্ডরোব
আলমারির কোন খাঁজে কী রাখা আছে, তা তাড়াহুড়োয় মনে পড়ে না? কিংবা কিছু একটা বের করতে গেলে হুড়মুড়িয়ে অনেক কিছু পড়ে যায়? বেশি জায়গা জুড়ে থাকবে না, আবার তাড়াহুড়োয় হাতের কাছেই মজুত থাকবে প্রয়োজনীয় পোশাকটি— এমন একটি ওয়ার্ডরোব বোধহয় সকলেই চান। ওয়ার্ডরোবের দুনিয়ায় এমনই নকশা এনেছে ডিজাইনিং সংস্থা হ্যাফেল’স। নতুন ধরনের এই ওয়ার্ডরোব নকশার ট্যাগ লাইনটিও চমৎকার। ‘ওয়াক ইন ওয়ার্ডরোব’। বিভিন্ন ধরনের ক্যাবিনেট, খোলামেলা পরিসর, সেন্সর লাইট ওয়ার্ডরোবটির নকশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ওয়ার্ডরোবটি প্রায় পুরোটাই মডিউলার ধরনের। ঘরের আকার যেমনই হোক, তা সেট করা যাবে। একটি ছোট কোণ পেলেও তাতে সাজিয়ে তোলা যাবে এমন ওয়ার্ডরোব। চিরাচরিত আলমারির মতো দেখতে নয়। কতগুলো গাঢ় বাদামি রঙের অ্যালুমিনিয়ামের ফ্রেম ও কাঠের ক্যাবিনেট দিয়েই এমন ওয়ার্ডরোব সাজিয়ে দেবে হ্যাফেল’স। ক্যাবিনেট ও ড্রয়ারের ভিতরগুলো স্পষ্ট করে দেখার জন্য সেন্সর লাইট তো থাকবেই। রোজের পোশাক, বেল্ট, ব্যাগ, জুতো রাখার যেমন আলাদা আলাদা শেলফ পাবেন, তেমনই পুলওভার, জ্যাকেট, ব্লেজার, সামার ও উইন্টার কোটের মতো (নিত্য কাজে লাগে না অথচ বেশ শৌখিন ও ভারী) পোশাকের জন্যও থাকবে আলাদা জায়গা। মেয়েদের ক্ষেত্রেও ডিজাইনার পোশাক ও ভারী পোশাকের জন্য ব্যবহার করতে পারবেন আলাদা শেলভ। ঘরের প্রচুর জায়গা বাঁচবে ও সহজেই পছন্দের পোশাকটির কাছে পৌঁছে যাওয়া যাবে— এটিই এই নকশার মূল লক্ষ্য। খরচ পড়বে ৮৪,৮০০ টাকার কাছাকাছি।

চার দরজার ফ্রিজ তৈরি করল স্যামসাং
চার দরজা  বিশিষ্ট ফ্লেক্স বিসপোক ফ্রিজ বাজারজাত করল স্যামসাং। ভারতের বাজারে এর প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। প্রি-বুকিংয়ে ২০ শতাংশ ছাড়ও মিলছে। আধুনিক কিচেনের  গেট আপকে আরও মোহময় করে তুলতে এই ফ্রিজের জুড়ি মেলা ভার। মোট তিনটি মডেলে এই বিসপোক রেফ্রিজারেটর পাবেন। ৬৭৪ লিটারের ফোর ডোর ফ্লেক্স ফ্যামিলি হাব মডেলটি গ্ল্যাম নেভি ও গ্ল্যাম হোয়াইট গ্লাস রঙের মিশেলে তৈরি। অন্য দুই ফ্যামিলি হাব মডেল যথাক্রমে ৮৫৬ ও ৯৩৪ লিটারের। ৮৫৬ লিটারের মডেলটি কালো কেভিয়ার মেটালের ও ৯৩৪ লিটার মডেলটি গ্ল্যাম নেভি ও গ্ল্যাম হোয়াইট গ্লাস রঙের। 
এই ফ্রিজের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা রোজনামচায় অনেকটা সময় বাঁচাবে। একইসঙ্গে একাধিক কাজ করার বাড়তি সুযোগ করে দেবে। এই ফ্রিজে একটি ট্যাব সেট করা আছে। স্মার্ট থিং অ্যাপের মাধ্যমে এই ট্যাবের সঙ্গে প্রায় সবরকম ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনি। কাজেই ফোন ধরা থেকে শুরু করে ইউটিউব দেখা, গান শোনা থেকে প্রিয় টেলিভিশন শো সবই বজায় রাখতে পারবেন রান্নাঘরে থেকে। এই রেফ্রিজারেটরে পাবেন বহুবিধ তাক। বিভিন্ন বিভাগ। পছন্দের কেক রাখার জন্য যেমন আলাদা তাক আছে, রয়েছে বেকিং আইটেম আলাদা করে রাখার জায়গাও। আবার কাঁচা সব্জি, মাছ-মাংস, দুধ, নানা রকম বয়াম, স্যস কাউন্টার, স্যালাড ট্রে সবকিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা বিভাগ। শুধু তা-ই নয়, ফ্রিজের ভিতরে থাকা বেভারেজ বিভাগ থেকে সরাসরি জল নিয়েও খেতে পারবেন (ওয়াটার ডিসপেনসার)। পরিষ্কার ফিল্টার করা জল পাবেন ওখান থেকেই। দরকারে বেভারেজ বিভাগের তাপমাত্রা বাড়িয়ে-কমিয়ে জলের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবেন। অটো ফিল ওয়াটার পিচারের মাধ্যমে ফ্লেভার্ড বেভারেজ তৈরি থাকবে সবসময়। মানে, পছন্দের ফল কুচিয়ে জারে রেখে দিলেই চলবে। বেভারেজ তৈরির দায়িত্ব ফ্রিজের। মকটেলপ্রেমীদের জন্য রয়েছে ডুয়াল আইস ট্রে। কঠিন বরফ জমবে একদিকে। অন্যটিতে পাবেন চিবিয়ে খাওয়ার মতো নরম বরফ। সব জিনিসকে তাজা রাখতে ট্রিপল কুলিং সিস্টেমে চলবে এই রেফ্রিজারেটর। ৬৭৪ লিটারের দাম ১,৬৭,৯৯০ টাকা। ৮৫৬ লিটারের দাম ২,৬৯,৯৯০ টাকা ও ৯৩৪ লিটারের মডলটির দাম ২,৫৫,০০০ টাকা।

নতুন সাজে দক্ষিণাপণের ‘পূর্বশ্রী’
উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যেরই নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে। কেউ বিখ্যাত পোশাকে আবার কারও নামডাক হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রের জন্য। উত্তর পূর্ব ভারত বেড়াতে গেলে আমরা অনেকেই পছন্দের নানা জিনিস কাছের মানুষদের জন্য কিনে আনি। এবার কলকাতায় বসেই এগুলো পেতে পারেন আপনি। দক্ষিণাপণে সম্প্রতি ফের নতুন করে শুরু হল পূর্বশ্রী। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার হ্যান্ডিক্রাফট ও হ্যান্ডলুমের সম্ভার পাবেন এখানে। পূর্বশ্রী ফের নতুন সাজে সেজে ওঠায় খুশি শহরবাসী।
27th  November, 2021
পুস্তক  সমাচার

‘উদার আকাশ’ পত্রিকার কুড়ি বছর পূর্তি সংখ্যার প্রচ্ছদটি এতই সুন্দর যে দেখলেই পত্রিকাটি নেড়েচেড়ে দেখতে ইচ্ছে করে। অর্থাৎ যাকে বলে একেবারে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করা, এ হল তাই। কিন্তু শুধু প্রথম বলে ছক্কা হাঁকালেই তো হবে না। বিশদ

04th  December, 2021
স্বপ্নের ছাদনাতলা

বেড়ানো হবে আবার বিয়েও। এক ঢিলে দুই পাখি মারতে চাইলে ভরসা রাখুন ডেস্টিনেশন ওয়েডিংয়ে। কলকাতার আশপাশে সেরা স্পট কোথায়? খোঁজ দিলেন কমলিনী চক্রবর্তী ও মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

04th  December, 2021
 টুকরো খবর

সম্প্রতি ‘শারদ সুন্দরী ২০২১’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হল ক্যালকাটা বোটিং ক্লাবে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ও খুকুমণি আলতা-সিঁদুরের সহ নিবেদনে অনুষ্ঠিত এই ফিনালের মঞ্চ ভরা ছিল আলো ও সৌন্দর্যের ঝলকে। উপস্থিত ছিলেন বিবি রাসেল ও শো স্টপার সোহিনী সরকার।
বিশদ

04th  December, 2021
অঙ্গসাজে শাড়ি

এখানে বিয়ের বেনারসির বিপুল সম্ভার পাবেন। দাম শুরু ৩০০০ টাকা থেকে। ৩০০০-৬০০০ টাকা রেঞ্জে নানা নকশা ও রঙে বেনারসি পাবেন। এর পরের রেঞ্জ ৮০০০ টাকার মধ্যে।
বিশদ

04th  December, 2021
চার শিল্পীর জোট

চারজন শিল্পীর চিত্রকলা নিয়ে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে শুরু হল ‘কোয়াড্র্যাঙ্গেল’। সমীর ভাণ্ডারী, সৌনেত্র চট্টোপাধ্যায়, সাহেব রাম টুডু ও অমিত কুমার দাসের আঁকা ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে।
বিশদ

04th  December, 2021
ওয়ার্ডরোবে থাক সোয়েড শার্ট

হেমন্তের বাতাসে হিমেল ছোঁয়াচটুকু পাঠিয়ে শীত জানান দিয়েছে, সে আসছে। ভাবছেন এই হিম ভাবটুকুই বা সামলাবেন কী করে? কেন? সোয়েড শার্ট আছে তো! কেমন নকশা, কত দাম জানালেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

27th  November, 2021
কলকাতার দর্শনীয় কেন্দ্র

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।’ বিশদ

20th  November, 2021
নতুন ই-কমার্স জিন্টা-র যাত্রা শুরু

অ্যাসকন  সফটেক  ইন্ডিয়া  প্রাইভেট  লিমিটেড  সম্প্রতি  বাজারজাত করল ভারতের  সম্পূর্ণ  পেটেন্টযুক্ত   সোশ্যাল  ই-কমার্স   প্ল্যাটফর্ম ‘জিন্টা’। বিশদ

20th  November, 2021
সোপি সিক্রেট বাড়াবে স্নানের মজা

স্নানঘরে সুগন্ধি সাবানের কদর আজ নতুন নয়। একটা সময় রিঠার সঙ্গে নানা সুগন্ধি তেল মিশিয়ে রূপচর্চার উপাদান প্রস্তুত করতেন বাঙালি অভিজাত ঘরের মা-বউরা। বিশদ

20th  November, 2021
গোল্ডমেডাল-এর নয়া পাখা

ক্যালেন্ডার বলছে শীত আসছে। আবহাওয়ায় শীতের জবরদস্ত কামড় এখনও শুরু না হলেও হালকা ঠান্ডা ভাব রয়েছে হাওয়ায়। বিশদ

20th  November, 2021
নতুন স্কুটার আনল হন্ডা

হন্ডা বাজারজাত করল তাদের নতুন স্কুটার গ্রাজিয়া ১২৫রেপসোল হন্ডা টিম এডিশন। বিশদ

20th  November, 2021
ইরা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টিভ কালেকশন

কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শীত পড়ার মুখে পুজো-পার্বণ মিটলেও উৎসবের আবহ কিন্তু পিছু ছাড়ে না। বিশদ

20th  November, 2021
ইমামি আর্টে শুরু এনএস বেন্দ্রের তুলির টান

চিত্রশিল্পী এনএস বেন্দ্রে ছবির জগতে এক অবিস্মরণীয় নাম। তাঁর ৪০টি ব্যতিক্রমী কাজ নিয়ে ইমামি আর্ট অ্যাট কলকাতা সেন্টারের ৫ম তলে  শুরু হয়েছে প্রদর্শনী। বিশদ

20th  November, 2021
হালকা শীতের আরাম

মাফলার, চাদর ও স্টোল। হালকা শীতকে মোকাবিলা করতে বাঙালির তিন অস্ত্র। কেমন নকশা উঠল এবার? কিনতে গেলে পকেটে চাপ পড়বে কতটা? খোঁজ দিচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

20th  November, 2021
একনজরে
পুড়িয়ে মারার আগে শ্রীলঙ্কার নাগরিকের শরীরের প্রায় সব হাড়ই পিটিয়ে গুঁড়িয়ে দিয়েছিল উন্মত্ত জনতা। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাঁকে জ্বালিয়েও দেওয়া হয়। ...

রাস্তায় যত্রতত্র পড়ে থাকা কেবল টিভি’র তারই চিন্তার কারণ। যাতায়াতের পথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে পায়ে। আবার সাইকেল বা বাইকের চাকাতে জড়িয়েও কখনও কখনও ঘটছে দুর্ঘটনা। ...

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ক্রমশ দুর্বল হয়ে আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। রবিবার মধ্যরাতের দিকে তা আরও শক্তিক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয় এবং ওড়িশা উপকূল ...

রবিবার আইএসএলের ম্যাচে কেরল ব্লাস্টার্স  ২-১ গোলে হারাল ওড়িশা এফসিকে। এবার প্রতিযোগিতায় প্রথম জয় পেল কেরলের ফ্র্যাঞ্চাইজি দলটি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM