ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
দেখতে নরম, পরলে গরম। শীত এল মানেই ওয়ার্ডরোবে রাখতে হবে এমন ধাঁচের নতুন কয়েকটা পোশাক। দোকান থেকে শপিং মল বা বুটিক থেকে ফুটের ধারে অস্থায়ী ভুটিয়াদের স্টোর, সর্বত্রই এখন বাহারি শীতপোশাকের রমরমা। তবে মুশকিলে ফেলে এই হালকা শীতের সময়টুকু। না সোয়েটার বের করা যায়, না পাতলা জামায় শীত আটকায়। তাহলে উপায়? কুছ পরোয়া নেই। সোয়েড শার্ট আছে তো!
বাজার ঘুরলে বোঝা যায়, এবার শীতে সোয়েড শার্টের চাহিদা একটু বেশি। আসলে কলকাতায় শীত সেভাবে পড়ে না। আজকাল শহরতলিতেও গাছপালা কমে গিয়েছে। শীতের কামড় খুব অল্প দিনই থাকে। তাই সোয়েটার বা জ্যাকেট কেনার চেয়ে অনেকেই নতুন নতুন সোয়েড শার্ট দিয়ে শীতের ফ্যাশন ঝালিয়ে নিতে চান।
এবার সেই সোয়েড শার্টে রঙের মেলা। ম্যাট লুকের চেয়ে উজ্জ্বল রঙের প্রাধান্যই সেখানে বেশি। ধর্মতলার একটি শপিং মল-এ এবার সোয়েড শার্ট বিভাগে হুডেড নকশা ও গোল গলা নকশা বেশি বিকোচ্ছে। আবার প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি মল-এ চাইনিজ কলার ও টি-শার্ট কলারের সোয়েড শার্টের পাল্লা ভারী। তবে সোয়েড শার্টের ফ্যাশনে কম যায় না অনলাইন প্ল্যাটফর্মগুলোও। সেখানেও অন্যান্যবারের চেয়ে এবার সোয়েড শার্টের স্টক অনেক বেশি।
সোয়েড শার্ট কেনার আগে নিজের পছন্দ সম্পর্কে ওয়াকিবহাল থাকা কিন্তু খুব জরুরি। সাধারণত এই পোশাকটি যে প্যাটার্নেরই কিনুন না কেন, তা কমবেশি সকলকেই মানায়। তাই হুডি-স্টাইল, গোল গলা, টি-শার্ট স্টাইল বা চেন দেওয়া— নকশা যেমনই হোক, নিজে কী পরতে চান সেটা মাথায় রেখেই বাজেট ঠিক করা উচিত।
• হুডওয়ালা সোয়েড শার্টের ক্ষেত্রে যেমন দাম একটু বেশির দিকেই থাকে। কটন ব্লেন্ডেড হুডেড সোয়েড শার্ট এবার শীতের ফ্যাশনে খুব ইন। তেমনটি পছন্দ হলে বাজেট রাখুন ৭০০-১০০০ টাকার মধ্যে। কিছু পাবেন একরঙা। তাদের জন্য ৭০০-৭৫০ টাকা বাজেটই যথেষ্ট। তবে এবার রঙের সঙ্গে নকশার অপূর্ব সমাহার চোখে পড়বে হুডেড সোয়েড শার্টে। কোথাও মনের মতো ক্যাপশন লেখা, কোনওটা আবার নানারকম নকশায় ভরপুর। ফাঙ্কি লুকিং কয়েকটিও পাবেন এই তালিকায়। এমন হুডওয়ালা সোয়েড শার্ট পছন্দ করলে বাজেট রাখুন ৮০০-১০০০ টাকার মধ্যে।
• হুড ছাড়া যাঁরা কিনতে চান, তাঁদের জন্য এবার গোল গলা সোয়েড শার্ট নানা ভ্যারাইটিতে হাজির করেছে বিভিন্ন দোকান ও শপিং মল। সাধারণ শার্ট বা টি শার্ট যে মাপের কেনেন, সেই মাপের সোয়েড শার্টই কিনুন। অনেকে সোয়েড শার্ট কেনার সময় এক সাইজ বড় কেনেন, ধোয়াকাচা করলে কাপড় কিছুটা খাটো হবে ভেবে। সোয়েটারের কোনও কোনও ব্র্যান্ডের বেলায় এই তত্ত্ব খাটলেও সোয়েড শার্টের বেলায় কিন্তু এই নিয়ম ঠিক নয়। তাই ভরসা থাকুক নিজের টি-শার্ট বা জামার সাইজের উপরেই। গোল গলা সোয়েড শার্টে এবার উল ও সুতি মেশানো কাপড়ের চল খুব উঠেছে। বেকবাগানের কাছে একটি শপিং মল-এ এই ধরনের সোয়েড শার্ট মিলবে পকেটে চাপ না ফেলেই। ফ্লিস কটনের কাপড়ের সঙ্গে উলের কাজ করা নকশার সোয়েড শার্ট যদি পছন্দ হয় তাহলে বাজেট রাখুন ১২০০-১৫০০ টাকার মধ্যে। আবার ছাপা নকশার উপর ফ্লিস কটনের সোয়েড শার্ট চাইলে তাও বেশ পকেটসই দামে পাবেন। অনলাইনে কিনলে ৬৫০-৭৫০ টাকার রেঞ্জে এমন সোয়েড শার্ট মিলবে। তবে দোকান বা শপিং মলগুলো থেকে থেকে কিনলে এদের জন্য বাজেট ধরে রাখুন ৬৫০ টাকার আশপাশে।
• চাইনিজ কলারের সোয়েড শার্টও পছন্দ করতে পারেন। যদিও এই ধরনের কাটিং খুবই প্রচলিত। তবু চাইনিজ কলারের প্রতি কারও কারও দুর্বলতা থাকে। তাছাড়া এই ধরনের সোয়েড শার্টে কলারটি গলা ঢেকে রাখে বলে শীতে তা আরামদায়কও। পলিয়েস্টার ও কটনের মিলমিশে তৈরি কাপড়ের সঙ্গে চাইনিজ কলার দেওয়া সোয়েড শার্ট চাইলে বাজেট রাখুন ৫০০-৬০০ টাকার মধ্যে। চাইনিজ কলার ও ফ্লিস কটন কাপড় দিয়ে তৈরি নকশাদার নানা সোয়েড শার্টের দেখা মিলবে ধর্মতলার মোড়েই অবস্থিত একটি শপিং মল-এ। শহরতলির কিছু শপিং মল-ও সোয়েড শার্ট বিভাগে এবার এই ধরনের স্টাইলে ভরসা রেখেছে। এগুলোর দাম অবশ্যই নকশা ও মেটিরিয়ালের উপর নির্ভর করবে। সাধারণত ৬০০-৮০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে দাম। শুধু পলিয়েস্টার কাপড়ের হলে বাজেট আর একটু কম রাখতে পারেন।
• হুডির সঙ্গে জিপার বা উইনচিটারে জিপার খুব নতুন কিছু নয়। সেই কেতাকে রপ্ত করে সোয়েড শার্টের নকশাতেও জিপার ঢুকে গিয়েছে বেশ কয়েক বছর হল। পলিয়েস্টার কাপড়ের হাইনেক জিপারওয়ালা সোয়েড শার্ট পাবেন ভুটিয়াদের দোকান ও শহর-শহরতলির যে কোনও বড় দোকানে। এই ধরনের সোয়েড শার্টে শীত আটকায় সবচেয়ে বেশি। দেখতে স্মার্ট ও লেদার লুকের এই সোয়েড শার্ট পছন্দ হলে বাজেট রাখুন ৬০০-৭০০ টাকার মধ্যেই। অনলাইনে এদের কম দেখা পেলেও মার্কেট বা মল-এ এই ধরনের সোয়েড শার্ট বেশি পরিমাণে পাবেন।
পলিয়েস্টার ও কটন মেশানো কাপড়ের যে সোয়েড শার্ট হয়, তাতেও জিপার পাবেন। এক্ষেত্রে এবছর উজ্জ্বল রঙের চাহিদা বেশি। দাম ঘোরাফেরা করবে ৪০০-৬০০ টাকার মধ্যে। নকশা ছাড়া একরঙা হলে ৩০০-৪০০ টাকাতেও তা পাবেন।
হালকা শীতকে জব্দ করতে আর ভাবনা কী! কিনে ফেলুন মনের মতো সোয়েড শার্ট।