কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
রণজিতা সেন।
এখানে কটন ব্লক প্রিন্টেড শাড়ির দাম শুরু ৮০০ টাকা থেকে হলেও ব্লাউজ পিস থাকলে তার দাম ৯০০ টাকা থেকে শুরু হয়। তবে অন্যান্য শাড়ির মধ্যে আছে বাফতা প্রিন্ট, হ্যান্ডলুম, ঢাকাই জামদানি, কটনের সঙ্গে অ্যাপ্লিকের মিলিজুলি, খেসের সঙ্গে এমব্রয়ডারি, জরি বর্ডার দেওয়া ফ্যান্সি বেনারস সিল্ক, ডুপিয়ান তসর, জরি বর্ডার দেওয়া তসর ইত্যাদি। জর্জেট ও নেটের ডিজাইনার শাড়ির দাম শুরু হয় ২৫০০-৩০০০ টাকা থেকে। সঙ্গে থাকে ভেলভেটের ডিজাইনার ব্লাউজ। শাড়ি ছাড়াও রয়েছে কুর্তি যার দাম শুরু ৫০০ টাকা থেকে। কাজ অনুযায়ী দাম বাড়ে। লং ও শর্ট দু’রকমের কুর্তি আছে। রয়েছে কামিজ, ড্রেসেস ইত্যাদি। সেই সঙ্গে মিলবে হাতে তৈরি বিডস, পিওর সিলভার ও জাঙ্ক জুয়েলারি। রয়েছে ইভিনিং ব্যাগ, বটুয়া, শোল্ডার ব্যাগ ইত্যাদি। ৪৫০ টাকা থেকে ব্যাগের দাম শুরু। এঁদের হাতে তৈরি মেটাল ও টাইলসের নেমপ্লেট যা স্বকীয়তার দাবি রাখে। পুরুষদের কটনের শার্ট ও পাঞ্জাবির দাম ৭০০ টাকা থেকে শুরু হয়। নতুন বছর থেকে এখানে মিলবে পুরুষদের জন্য ধুতি, পাঞ্জাবি এবং কুশন কভার— এমনটাই জানা গেল বুটিকের দুই কর্ণধারের কাছ থেকে। এখানে অর্ডার অনুযায়ী তত্ত্ব সাজানো হয় সেটা অবশ্যই থাকে থিম বেসড। মিলবে গিফ্ট আইটেম, ঘরে তৈরি চকোলেট। এগুলিও এখানে কাস্টোমাইজডও করা হয়।
যোগাযোগ: ৯৮৩০৩৫০০৫৪।
চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য