কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
মাধ্যমিক শেষ। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। তবে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তাই মায়েরা নিশ্চিন্ত মনে ছুটির মেজাজে চৈত্র সেলে কেনাকাটা করতে বেরিয়ে পড়েছেন। কোথায় কেমন দামে কী শাড়ি পাবেন জানাই আপনাদের।
বেনারসি টেক্সটোরিয়ামে (শ্যামবাজার সিইএসসি-র উল্টোদিকে, ফোন ২৫৫৫৬৪২৭) দামি শাড়ি অনেকটা ছাড়ে পাওয়া যাচ্ছে। কম রেঞ্জ থেকে শুরু করা যাক। বেনারসের কোষা সিল্কে রেশমের তাঞ্চই জমি, জরি পাড় আঁচল, প্লেন কোষার জমিতে কনট্রাস্ট জরি পাড় আঁচল, জরি বা রেশম বুটি ও জমকালো আঁচল দেওয়া শাড়ি যার দাম ১০০০-১২০০ টাকা, এখন সেলে মাত্র ৬৫০-৭০০ টাকায় পাবেন। বেনারসে এই সংস্থার নিজস্ব ওয়ার্কশপে তৈরি এক্সক্লুসিভ ডিজাইনের কিছু শাড়ি এসেছে এবার সেলে। যেমন, বেনারসের ফ্যান্সি কটনে টোন অন টোন কালার শেডে অলওভার রেশমের কারুকাজ করা স্টাইলিশ শাড়ি যার দাম ১৮০০ টাকা, এখন ৯৫০ টাকায় পাবেন। বেনারসের ঢাকাই শাড়িতেও অভিনব ডিজাইন এসেছে। সাদা, অফ হোয়াইট ও প্যাস্টেল শেডের নকশাদার শাড়িগুলো দিনের বেলার অনুষ্ঠানে পরার জন্য খুব ভালো। দাম ১৮০০ টাকা, এখন সেলে ৯৫০ টাকা। বেনারসের কোটা প্রিন্ট জরি পাড় জরি আঁচল দেওয়া শাড়িগুলো খুব সুন্দর। দাম ১৫০০ টাকা, এখন ৯৫০ টাকায় পাবেন। এছাড়াও এই ৯৫০ টাকা রেঞ্জে বেনারসের ফ্যান্সি কটনে শুধু রেশমের কাজ করা শাড়ি, জরির বুটি দেওয়া শাড়ি, কনট্রাস্ট বর্ডারের শাড়ি পাবেন। বেনারসের কনট্রাস্ট বর্ডার জরির বুটি দেওয়া কাঁকিনাড়া সিল্ক যার দাম ২৬০০ টাকা, এখন সেলে ১৭৫০ টাকায় পাবেন। বেনারসের ডিজাইনার কোষা সিল্ক যার দাম ৩৫০০ টাকা, এখন সেলে ২২০০ টাকায় পাবেন। বেনারসের তসর সিল্ক প্রিন্ট যার দাম ৩৫০০-৪০০০ টাকা, এখন সেলে ১৬৫০-২২০০ টাকায় পাবেন। প্রিন্টগুলো বেশ অন্যরকম। বেনারসের কোরা চান্দেরি যার দাম ১৮০০-২৮০০ টাকা, সেলে ৮৫০-১৮০০ টাকার মধ্যে পাবেন। লিনেন বেনারসি যার দাম ৪২০০-৪৮০০ টাকা, এখন সেলে ২৫০০-৩৭০০ টাকায় পাবেন। লিনেন ঢাকাই ৩৫০০ টাকার শাড়ি সেলে ২৩০০ টাকায় পাবেন। বেনারসের এক্সক্লুসিভ দামি শাড়ির মধ্যে আছে পিওর কাতান, সেলে ৮৫০০-১৫ হাজার টাকা, র কাতান সেলে ৪৫০০-৭২৫০ টাকা। এছাড়া সবরকম বেনারসিতে ১০%-১৫% ডিসকাউন্ট পাবেন চৈত্র সেলে। বৈশাখ-জ্যৈষ্ঠে বিয়ে যাঁদের তাঁরা বিয়ের বাজার করে রাখতে পারেন এখনই।
দক্ষিণ ভারতের কটন ও সিল্ক শাড়ির ভালো স্টক এসেছে সেলে। জরি পাড়, প্লেন পাড়, চেক ডুরে সাউথ কটন ৪৬০ টাকা থেকে দাম শুরু। চওড়া কনট্রাস্ট পাড় কেরালা কটন সেলে ৫৮০ টাকা, কটন মঙ্গলগিরি ৫৮০ টাকা, চান্দেরি কটন ৭৫০ টাকা, তেলিয়া কটন ১৮৫০-৩২০০ টাকা। কনট্রাস্ট বর্ডার পিওর গাদোয়াল যার দাম ৩০০০ টাকা, এখন সেলে ১৪৫০ টাকায় পাবেন। সাউথ ওপারা সিল্ক মিনা বুটি, জরি আঁচল ২৭০০ টাকা, সেলে ১৩৫০ টাকায় পাবেন। কাঞ্জিভরম সিল্ক জরি ও রেশমের কাজ করা ৩৫০০ টাকা, সেলে ১৬৫০ টাকায় পাবেন।
পিওর কাঞ্জিভরম যার দাম ৬০০০-৭০০০ টাকা, সেলে ৩৩০০-৪০০০ টাকায় পাবেন। পিওর কাতান রাজকোট যার দাম ১০-১২ হাজার টাকা, এখন সেলে ৭৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। মধ্যপ্রদেশের পিওর কোষা সেলে ২৬০০-৩২০০ টাকার মধ্যে অনেক ধরনের পাবেন। প্রিন্টেড সিল্ক ৯৫০ টাকা থেকে দাম শুরু। বিষ্ণুপুরি প্রিন্টেড সিল্ক সেলে ২৩৫০-২৮০০ টাকায় পাবেন। শান্তিনিকেতনি কাঁথা কাজ করা পিওর তসর ও সিল্ক সেলে ৭৫০০-৮৫০০ টাকার মধ্যে পাবেন। আর আছে বাংলার টাঙ্গাইল, ঢাকাই, হ্যান্ডলুম ও সফট ঢাকাই। সেল চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। রবিবারও শোরুম খোলা থাকছে।
বেহালার সুপ্রিয়াজ বুটিকে (বেহালা ট্রাম ডিপো এসি মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, ফোন: ৯৮৩০৫৭৩৬৭৩) সেল শুরু হয়েছে। এখানে ১০% থেকে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে নানারকম শাড়িতে। ভালো কোয়ালিটির মলমল প্রিন্ট যার দাম ৬৫০ টাকা, সেলে ৩০০ টাকায় পাবেন। নানান উজ্জ্বল রঙের বাংলার হ্যান্ডলুম শাড়ি যার দাম ৭৫০-৮০০ টাকা, সেলে ৫০০ টাকায় পাবেন। দক্ষিণ ভারতের নানান প্রদেশের হাতে বোনা তাঁতের শাড়ির খুব ভালো স্টক রয়েছে এখানে। ১২০০-২০০০ টাকা দামের এইসব শাড়ি সেলে ৭০০-১০০০ টাকার মধ্যে পাবেন। নানান ডিজাইনের কেরালা কটন যার দাম ৯০০-১২০০ টাকা সেলে সব ৬০০ টাকায় পাবেন। ১৬০০ টাকা দামের কাঞ্চি কটন শাড়ি সেলে ৮০০ টাকায় মিলবে। রাজমন্দ্রি শাড়ি ১৫০০ টাকা, সেলে ৭০০ টাকায় পাবেন। চিরালা কটন শাড়িগুলো দেখতে বেশ নতুনরকম। দাম ১২০০ টাকা, সেলে ৬০০ টাকায় পাবেন। বাগরু প্রিন্টেড কটন যার দাম ৮০০ টাকা, সেলে ৫০০ টাকায় পাবেন। লিনেন শাড়িতেও এখন ৬০% ডিসকাউন্ট পাবেন। ২০০০ টাকা দামের লিনেন পাবেন ৮০০ টাকায়।
সিল্ক ও তসর শাড়িতেও এখন অনেকটা ডিসকাউন্ট পাবেন। ৩০০০ টাকা দামের উইভিং মটকা পাবেন সেলে ১৫০০ টাকায়। কোয়েম্বাটুর সিল্ক যার দাম ৩০০০ টাকা, সেলে ১০০০-১৫০০ টাকায় পাবেন। ভাগলপুর, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ইত্যাদি প্রদেশের ঘিচা ও তসর আছে নানান ধরনের। দাম ২০০০-৪০০০ টাকা, এখন সেলে ৯০০-২২০০ টাকায় পাবেন। এছাড়া ফ্যান্সি ভাগলপুরি তসর, ফ্যান্সি সাউথ সিল্ক, বেনারসের ফ্যান্সি শাড়ি সেলে ৭০০-১০০০ টাকার মধ্যে পাবেন। সেল চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।